এক্সপ্লোর
মিলিন্দ সোমান পোস্ট করলেন মধু সাপ্রের সঙ্গে সেই তুমুল বিতর্কিত ছবি, প্রশ্ন, এখন এই শ্যুট হলে কী করত ইন্টারনেট?
বিজ্ঞাপন নির্মাতা ও যে দুই পত্রিকায় এটি বার হয়েছিল তাদের বিরুদ্ধে মামলা হয়।

মুম্বই: নব্বইয়ের মাঝামাঝি বিজ্ঞাপনী জগৎ কাঁপিয়ে দিয়েছিল সেই ছবি। ইন্টারনেটহীন ভারত চমকে উঠে দেখেছিল, এভাবেও কোনও কিছুর অ্যাড দেওয়া যায়! মুহূর্তে শিরোনামে উঠে আসেন ছবির দুই চরিত্র সুপারমডেল মিলিন্দ সোমান ও মধু সাপ্রে। ২৫ বছর পর আবার মিলিন্দ পোস্ট করলেন সেই বিতর্কিত ছবিটি। টাফ জুতোর প্রিন্ট অ্যাডে এভাবে দেখা যায় মিলিন্দ-মধুকে। তখন তাঁরা প্রেমিক প্রেমিকা। গায়ে কোনও পোশাক ছিল না, শুধু জড়িয়ে ছিল একটি অজগর, আর পায়ে টাফ জুতো। ছবিটি পোস্ট করে মিলিন্দ জানতে চেয়েছেন, এখন ওই ছবিটি শ্যুট করলে কীভাবে প্রতিক্রিয়া জানাত নেট দুনিয়া।
এখন ভারত সহ গোটা দুনিয়ায় এ ধরনের ছবি জলভাত। কিন্তু তখন বিরাট হইচই হয়েছিল। বিজ্ঞাপন নির্মাতা ও যে দুই পত্রিকায় এটি বার হয়েছিল তাদের বিরুদ্ধে মামলাও হয়। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
পার্সোনাল ফিনান্স





















