G20 Summit: G20-তে তাবড় রাষ্ট্রনেতাদের সঙ্গে ডিনারে আমন্ত্রিতের তালিকায় আম্বানি-আদানি
Modi Government: G20 সম্মেলনের মঞ্চকে ভারতকে বিশ্বের অন্যতম ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের গন্তব্যস্থল হিসাবে তুলে ধরতে চাইছে মোদি সরকার
নয়াদিল্লি : বিশ্বের শক্তিধর সব রাষ্ট্রের রাষ্ট্রনেতারা উপস্থিত থাকবেন। তাঁদের সামনে বিশ্বের দ্রুত উন্নয়নশীল অর্থনীত হিসাবে ভারতকে তুলে ধরার উদ্যোগ কেন্দ্রের তরফে থাকবে, সেকথা বলাইবাহুল্য। এই আবহে শনিবার রাজধানীতে G20 নেতাদের ডিনারে যোগ দেবেন দেশের অন্যতম ধনী দুই ব্যবসায়ী মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও গৌতম আদানি। (Gautam Adani)
এবার G20 সম্মেলনের মঞ্চকে ভারতকে বিশ্বের অন্যতম ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের গন্তব্যস্থল হিসাবে তুলে ধরতে চাইছে মোদি সরকার। বিশেষ করে এমন একটা মুহূর্তে যখন চিনের অর্থনীতিতে মন্দা চলছে।
আশা করা হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, সৌদির রাজপুত বিন সলমন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মত তাবড় রাষ্ট্রনেতারা উপস্থিত থাকবেন।
শনিবারের ডিনারে যে ৫০০ ব্যবসায়ীকে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ, অর্বুতপতি কুমার মঙ্গলম বিড়লা, ভারতী এয়ারটেলের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান সুনীল মিত্তল, সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের আম্বানি ও আদানি গ্রুপের চেয়ারম্যান। এমনই খবর সূত্রের।
যদিও সম্মেলনে থাকছেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । এই পরিস্থিতিতে শনিবারের ডিনার প্রধানমন্ত্রী মোদি ভারতে ব্যবসা ও বিনিয়োগের সুযোগের বিষয়টি তুলে ধরবেন। ভারত মণ্ডপমের ওই অনুষ্ঠানের ডিনারে থাকবে ভারতীয় খাবার। জোর দেওয়া হবে মিলেটে। এমনটি একটি শস্য যা নিয়ে ভারত প্রচার করতে চাইছে।
এদিকে সেজে উঠছে দেশের রাজধানী। চারিদিক আলোকমালা, বিলবোর্ডে ছয়লাপ। শহরের কেন্দ্রবিন্দু কনোট প্লেসে ও জমকালো দক্ষিণ দিল্লিতে যানবাহনের গতিও এখন ধীর। ঝরনা রূপে বসানো হয়েছে শিবলিঙ্গ। প্রতি সরু অলি-গলি-রাস্তাতেও সাজসাজ রব। আলকোজ্জ্বল দিল্লি। সৌজন্যে G20 সম্মেলন। ইতিহাসে এই প্রথমবার ২০ দেশের গোষ্ঠী যা প্রচলিত কথায় G20 নামে পরিচিত, তার সম্মেলনে আয়োজনের ভার ন্যস্ত হয়েছে ভারতের কাঁধে। অর্থাৎ, G20 সম্মেলনের আয়োজক দেশ এবার ভারত।
ভারত ছাড়াও আর কোন কোন দেশ রয়েছে এই গ্রুপে ?
ভারত ছাড়াও G20-তে অন্তর্ভুক্ত দেশগুলি হল- আর্জেন্তিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দ্য রিপাবলিক অফ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া,সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ইংল্যান্ড, আমেরিকা ও ইউরোপিয় ইউনিয়ন। এই মুহূর্তে তাবড় এই দেশগুলিকে নিয়ে আয়োজিত সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তবে, দিল্লির সৌন্দর্যায়নের কৃতিত্ব নিচ্ছে কেন্দ্র এবং দিল্লির আম আদমি পার্টির সরকার।