এক্সপ্লোর
Advertisement
স্টিয়ারিং হাতে, আচমকা হার্ট অ্যাটাক ‘বেস্ট’ চালকের, নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যালে ধাক্কা বাসের, রক্ষা যাত্রীদের
পাটিলকে চালকের আসন থেকে সরিয়ে পুলিশের গাড়িতে তুলে ঘাটকোপাড়ে রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
মুম্বই: বাসের স্টিয়ারিং হাতে। চালাতে চালাতে আচমকা হার্ট অ্যাটাক চালকের। যদিও বড়সড় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছেন বাসযাত্রীরা। মঙ্গলবার সকালে মুম্বই মহানগরীর চেম্বুরের ঘটনা। বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (বেস্ট ) –এর ৩৮১ নম্বর রুটের সিঙ্গল ডেকার বাসটি ঘাটকোপার ডিপো থেকে যাচ্ছিল চেম্বুরের টাটা পাওয়ার সেন্টার। সকাল পৌনে ১১টা নাগাদ বসন্ত পার্কের কাছে হঠাত্ হৃদরোগে আক্রান্ত হন বাসচালক হরিদাস পাটিল। স্টিয়ারিং-এর দখল হারান তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারের একটি সব্জির দোকানে ধাক্কা মারে।
বেস্ট-এর জনৈক মুখপাত্র বলেন, বাসটি যখন বসন্ত পার্ক সিগন্যালের কাছে, চালক হরিদাস পাটিল হৃদরোগে আক্রান্ত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যালে ধাক্কা মারে। একটা সব্জির দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে বাসটি। বাসে ১০-১২ জন যাত্রী ছিলেন সেসময়। যদিও কারও আঘাত লাগেনি। পাটিলকে চালকের আসন থেকে সরিয়ে পুলিশের গাড়িতে তুলে ঘাটকোপাড়ে রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তাঁর জ্ঞান ফিরেছে, আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন বলে জানিয়েছেন বেস্ট-এর মুখপাত্র।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement