Narendra Modi : 'যাঁরা ভারতের সাইড দেখতে পান না, তাঁদের আয়না দেখাতে এসেছি', পাল্টা জবাব মোদির
Operation Sindoor Debate: গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তাকে কেন্দ্র করে ভারতের 'অপারেশন সিঁদুর'। এনিয়ে একাধিক প্রশ্ন ছিল বিরোধীদের।

নয়াদিল্লি : "এই হাউসে ভারতের পক্ষ নিয়ে বলতে এসেছি। যাঁরা ভারতের পক্ষ দেখতে পারেন না, আমি এখানে তাঁদের আয়না দেখাতে এসেছি।" 'অপারেশন সিঁদুর' নিয়ে আলোচনায় বিরোধীদের আক্রমণের জবাবে পাল্টা সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। PM Narendra Modi
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তাকে কেন্দ্র করে ভারতের 'অপারেশন সিঁদুর'। এনিয়ে একাধিক প্রশ্ন বিরোধীদের। জঙ্গি হামলায় গোয়েন্দা ব্যর্থতা এবং 'অপারেশন সিঁদুরের' পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ বাড়িয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি ঘোষণা করে দেওয়া নিয়ে নানা প্রশ্ন তুলেছেন বিরোধীরা। সেসবের উত্তর দিতে এদিন লোকসভায় হাজির হন প্রধানমন্ত্রী । বিরোধীদের জবাব দিতে গিয়ে তাদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। মোদি বলেন, জঙ্গি কাঁদছে, তাদের মাস্টারমাইন্ডও কাঁদছে এবং তাদের কাঁদতে দেখে, এখানেও কিছু লোক কাঁদছে। ওরা সার্জিক্যাল স্ট্রাইকের সময় একটা গেম খেলতে চেয়েছিল। সেটা কাজ করেনি। এয়ার স্ট্রাইকের সময় ওরা আলাদা খেলা খেলার চেষ্টা করে। সেটাও কাজে আসেনি। যখন 'অপারেশন সিঁদুর' হয়, ওরা নতুন কৌশল নেয়- আপনারা থেমে গেলেন কেন ? বাহ রে, বক্তব্যের বাহাদুর ! বিরোধিতা করার একটা না একটা কিছু চাই-ই আপনাদের। তাই আজ আমি নয়, গোটা দেশ আপনাদের উপর হাসছে।
#WATCH | PM Narendra Modi says, "Terrorists are crying, their masterminds are crying and seeing them cry, some people are crying here too. They tried to play a game during surgical strike, it didn't work. During airstrike, they tried playing another game. That didn't work either.… pic.twitter.com/1fRJ21wtu4
— ANI (@ANI) July 29, 2025
এরপর কংগ্রেসের নাম করে তুলোধনা করেন। প্রধানমন্ত্রী বলেন, "একদিকে ভারত আত্ম-নির্ভরতার দিকে দ্রুত এগোচ্ছে, অন্যদিকে কংগ্রেস ইস্যুর জন্য পাকিস্তানের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। দুর্ভাগ্যক্রমে, কংগ্রেস পাকিস্তান থেকে ইস্যু আমদানি করছে।"
#WATCH | PM Narendra Modi says, "On one hand, India is moving ahead at a fast pace towards self-reliance, but Congress is becoming dependent on Pakistan for issues. Unfortunately, Congress is importing issues from Pakistan..." pic.twitter.com/RmuVuw1JZL
— ANI (@ANI) July 29, 2025পাশাপাশি প্রধানমন্ত্রী জানিয়ে দেন, "বিশ্বের কোনও নেতা ভারতকে অপারেশন রুখতে বলেননি।"






















