এক্সপ্লোর
জেনারেল ক্যাটাগরির গরিবকে ১০ শতাংশ কোটা দেওয়ার বিলকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ, ৫০ শতাংশ সংরক্ষণের ঊর্ধ্বসীমা লঙ্ঘন করছে, সওয়াল পিটিশনে

নয়াদিল্লি: জেনারেল ক্যাটাগরির গরিব, আর্থিক ভাবে পিছিয়ে পড়া অংশের লোকজনকে সরকারি চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে ১০ শতাংশ সংরক্ষণ দিতে আনা সংবিধান সংশোধনী বিলকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন পেশ হল সুপ্রিম কোর্টে। পিটিশন পেশ করেছেন ইউথ ফর ইকুয়ালিটি নামে একটি সংগঠনের প্রতিনিধিরা ও ডাঃ কৌশল কান্ত নামে একজন। বিলটি সংসদের দুই কক্ষেই পাশ হয়েছে। পিটিশনে তাঁরা সেটি খারিজের দাবিতে সওয়াল করেছেন, সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ৫০ শতাংশ সংরক্ষণের যে সীমা বেঁধে দিয়েছে, তাকে লঙ্ঘন করছে এই বিল, কেননা আর্থিক মাপকাঠিতে সংরক্ষণ শুধু সাধারণ ক্যাটাগরির মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না। আর্থিক মাপকাঠিই সংরক্ষণের একমাত্র ভিত্তি হতে পারে না বলেও অভিমত জানিয়েছেন তাঁরা। পিটিশনে বলা হয়েছে, বিলের মাধ্যমে সংবিধানে যে চারটি ধারার সংযোজন করা হচ্ছে, সেগুলির প্রতিটি তার একটি বা অন্য মৌলিক বৈশিষ্য্ কে লঙ্ঘন করছে। সুপ্রিম কোর্ট অতীতে এই আইনি বিধি স্থাপন করে দিয়েছে যে, দেশের সংবিধানের কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে যা সংসদে সংশোধনী বিল পাশ করিয়ে বদলে ফেলা যায় না। নতুন বিলের চারটি মূল ধারায় তফসিলি জাতি ও উপজাতি, অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায় (ওবিসি) ছাড়াও যে কোনও আর্থিক দুর্বলতর অংশের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিলে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও দরিদ্রতর অংশের পড়ুয়াদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণ রাখতে হবে। লোকসভায় অনুমোদনের পরদিন গতকাল রাজ্যসভায়ও সংবিধান সংশোধনী বিলটি ১৬৫-৭ ভোটে গৃহীত হয়। বিলের ওপর বিরোধীদের আনা ৫টি সংশোধনী সভায় খারিজ হয়ে যায়। বর্তমানে তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসিদের জন্য নির্ধারিত ৫০ শতাংশ সংরক্ষণের অতিরিক্ত সংরক্ষণ দিতেই বিলটি আনা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















