বিহারে স্কুলে ছাত্রীকে ধর্ষণ প্রিন্সিপাল ও তিন শিক্ষকের
জেহানাবাদ: সরকারি স্কুলের মধ্যেই গণধর্ষণের শিকার হতে হল ১২ বছরের এক ছাত্রীকে। পৈশাচিক আক্রমণকারীরা ওই স্কুলেরই প্রিন্সিপাল ও শিক্ষক। ন্যক্কারজনক ও মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিহারে।
জেহানাবাদের এসডিপিও পি কে শ্রীবাস্তব জানান, সরকারি কাকো মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল অজু আহমেদ এবং তিন শিক্ষক—অতুল রহমান, আব্দুল বারি এবং মহম্মদ শৌকত গতকাল ওই কিশোরীকে একা পেয়ে তাঁর ওপর পাশবিক অত্যাচার চালায়।
পুলিশ জানায়, কিশোরীকে স্কুলের ছাদ থেকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করে তার মা—যিনিও ওই স্কুলেরই শিক্ষকা। ছাত্রীটি পুরো ঘটনা তার মাকে জানালে, তিনি পুলিশে চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
পুলিশ আরও জানিয়েছে, রবিবার ছুটির দিন থাকা সত্ত্বেও, প্রিন্সিপালের মৌখিক নির্দেশে খোলা ছিল। রবিবারের বদলে শুক্রবার স্কুল ছুটি বলে সে জানিয়েছিল। এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ।