বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে আন্দামানে প্রবল বৃষ্টি, আটক ১৪০০ পর্যটক
পোর্ট ব্লেয়ার ও কলকাতা: ভ্রমণের আনন্দকে আতঙ্কে বদলে দিয়েছে নিম্নচাপ! প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত আন্দামান। আটকে প্রায় ১৪০০ পর্যটক। যার মধ্যে রয়েছেন এরাজ্যের অন্তত ৬০০ জন। আবহওয়া খারাপ থাকায় ব্যাহত উদ্ধারকাজ, নামানো হয়েছে নৌসেনা। নিম্নচাপের সরাসরি প্রভাব এ রাজ্যে না পড়লেও আগামী কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকতে পারে পারদ। প্রতিবারের মতো এবারও দেশ-বিদেশের বহু পর্যটক ডিসেম্বরে ভিড় করেছেন আন্দামানে। কিন্তু নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি ভেস্তে দিয়েছে সব পরিকল্পনা। পোর্ট ব্লেয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অন্যান্য দ্বীপগুলির। আটকে পড়া ১৪০০ পর্যটকদের মধ্যে রয়েছেন রাজ্যের প্রায় ৬০০ জন পর্যটক। হ্যাভলকের বিভিন্ন হোটেলে রয়েছেন তাঁরা। চরম উদ্বেগে কাটছে সময়। দক্ষিণ আন্দামান সাগর ও বঙ্গোপসাগরের মাঝে তৈরি হওয়া গভীর নিম্নচাপের ফলে গত কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি হচ্ছে আন্দামানে। উত্তাল সমুদ্র। বুধবার সকাল থেকে, আন্দামান সাগরে অবস্থান করা নিম্নচাপটির কোনও গতি ছিল না। এক জায়গায় দাঁড়িয়ে থাকায় নাগাড়ে বৃষ্টি হয়েছে। দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস, আগামী ৭২ ঘণ্টায় আরও শক্তিশালী হবে নিম্নচাপ। ফলে আরও বাড়বে বৃষ্টি। এই পরিস্থিতিতে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে ভারতীয় নৌসেনার সাহায্য চেয়েছে আন্দামান প্রশাসন৷
আন্দামানের প্রটোকল অফিসার এ কে রায় বলেন, হ্যাভলকের পরিস্থিতি খারাপ হওয়ায় সেখানে ছোট নৌকা নিয়ে যাওয়া যাচ্ছে না। তবে কাল সকালের মধ্যে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে তখন পর্যটকদের উদ্ধার করা হবে। আটকে পড়া পর্যটকদের উদ্ধারের জন্য পোর্ট ব্লেয়ার থেকে নৌবাহিনীর জাহাজ পাঠানো হলেও খারাপ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। তীরে ভিড়তেই পারেনি নৌবাহিনীর জাহাজগুলি। ছোট বোটে করে পাঠানো হচ্ছে ওষুধ, খাবার ও প্রয়োজনীয় জিনিস। আটকে পড়া রাজ্যের পর্যটকদের জন্য গবীরভাবে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, সচিবদের তিনি নির্দেশ দিয়েছেন, ঘটনার ওপর নজর রাখুন। আটকে পড়া পর্যটকদের দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই আন্দামান প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন রাজ্যের মুখ্য ও স্বরাষ্ট্রসচিব। নবান্ন সূত্রে খবর, হ্যাভলক ও নীল দ্বীপে আটকে পড়া পর্যটকদের দ্রুত ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে বিশেষ বিমানের জন্য অনুরোধ জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। পাশাপাশি, আটকে পড়া পর্যটকদের পর্যাপ্ত খাবার ও চিকিত্সা পরিষেবার জন্য অনুরোধ করা হয়েছে আন্দামান প্রশাসনকে। প্রয়োজনে পাঠানো হবে রাজ্য সরকারের বিশেষ দল।
রাজ্যের বিপর্যয় মোকাবিলামন্ত্রী জাভেদ খান বলেন, সেনা ও বিপর্যয় মোকাবিলি দল একসঙ্গে কাজ করার চেষ্টা করছে। পোর্ট ব্লেয়ার বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে .. দ্রুত পাঠানো ব্যবস্থা করা হোক। দরকার হলে, রাজ্যের দল যাবে। পাশাপাশি, রাজ্যের পর্যটকরা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী। গৌতম দেব বলেন, রাজ্যের সবাই নিরাপদে আছেন। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। হ্যাভলকে পর্যাপ্ত পরিমাণে জল ও খাবার আছে। আটকে পড়া পর্যটকদের বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য কন্ট্রোল রুম কোলা হয়েছে আন্দামানে। নম্বরগুলি হল, ০৩১৯২ ২৪০১২৭, ০৩১৯২ ২৩৩০৮৯। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামানের নিম্নচাপের সরাসরি প্রভাব আমাদের রাজ্যে পড়বে না। তবে আগামী কয়েকদিন পারদ ঊর্ধমুখী থাকতে পারে। কয়েকদিন পর উপকূলবর্তী এলাকায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।