এক্সপ্লোর
ইভিএমে নয়, ভোট হোক ব্যালটে, কমিশনের কাছে দরবার ১৬ বিরোধী দলের

নয়াদিল্লি: ভোটগ্রহণের জন্য ইভিএমের পরিবর্তে ব্যালট পেপার ফেরানোর দাবিতে নির্বাচন কমিশনের কাছে দরবার বিরোধীদলগুলির। বিরোধী নেতাদের দাবি, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ মানুষের আস্থা কমে গিয়েছে। তাই এবার থেকে ব্যালটেই হোক ভোটগ্রহণ। এই দাবিতে এদিন কংগ্রেস, বিএসপি, ডিএমকে, তৃণমূল কংগ্রেস এবং বামপন্থী সহ ১৬ দলের প্রতিনিধিরা কমিশনের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। কমিশন বিষয়টি নিয়ে আলোচনার জন্য খুব শীঘ্রই সর্বদলীয় বৈঠক ডাকা হতে পারে বলে জানিয়েছে। কমিশনের সঙ্গে বৈঠক শেষে এই দাবি করেছেন কংগ্রেস নেতা কপিল সিব্বল ও ডিএমকে নেতা টি সিলভা। উল্লেখ্য, উত্তরপ্রদেশে ভোটের পর ইভিএমে কারচুপির অভিযোগ তোলেন বিএসপি নেত্রী মায়াবতী। আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরীবালও একই অভিযোগ তোলেন। সেই অভিযোগ নিয়ে পরে সরব হয় কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি। যদিও কমিশন বারেবারেই ইভিএমে কারচুপির সম্ভাবনা খারিজ করে দিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















