তেলঙ্গনা: সরকারি কর্মীর ২০ হাজার টাকা ঘুষ দাবি, গায়ে আগুন ২ দলিত যুবকের

হায়দরাবাদ: সরকারি প্রকল্পের নামে দুর্নীতি ও আধিকারিকদের ঘুষের দাবির বিরুদ্ধে প্রতিবাদে তেলঙ্গনায় বিধায়কের দফতরের সামনেই আত্মাহুতির চেষ্টা করলেন দুই দলিত যুবক।
জমিহীন দলিতদের জমি দিতে একটি কল্যাণমূলক প্রকল্প চালু করেছে তেলঙ্গনা প্রশাসন। সেই অনুযায়ী, জমি প্রাপ্তির আশায় শাসক দল টিআরএস-এর স্থানীয় বিধায়ক রাসামই বালকৃষ্ণণের শিবিরের সামনে উপস্থিত হন তেলঙ্গনার সিদ্দিপেট জেলার বেজাঙ্কি মহকুমার অন্তর্গত গুড়েম গ্রামের বাসিন্দারা।
অভিযোগ, সকাল ১০টা থেকে অপেক্ষা করা সত্ত্বেও বালকৃষ্ণণ, যিনি নিজেও দলিত, গ্রামবাসীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। পরে, সাড়ে তিনটে নাগাদ জানিয়ে দেন, তিনি কথা বলতে পারবেন না। গ্রামবাসীদের চলে যেতে বলেন। এমনকী, ক্যাম্প অফিসে কর্মরত আধিকারিকরা গ্রামবাসীজমির পেতে গ্রামবাসীদের থেকে ২০ হাজার টাকা ঘুষ চান বলেও অভিযোগ। গ্রামবাসীরা আরও জানান, আসল লাভবানরা জমি পাননি। অথচ, নিয়ম ভেঙে ৬ জনকে জমি পাইয়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এরপরই প্রতিবাদস্বরূপ ক্যাম্প অফিসের সামনেই মহানকলি শ্রীনিবাস ও ইয়ালালা পরশুরাম নামে ২৬ বছরের দুই যুবক নিজেদের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। বাকিরা সেই আগুন নিভিয়ে দেন। দুজনকে প্রথমে করিমনগর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গিয়েছে, একজনের শরীর ৬০ শতাংশ দগ্ধ, অন্যজন ৪০ শতাংশ। খবর পেয়েই সেখানে ছুটে যান রাজ্যের অর্থমন্ত্রী এতেলা রাজেন্দর। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে, দুজনকেই স্থানান্তরিত করা হয় হায়দরাবাদের ওসমানিয়া হাসপাতালে। রাজেন্দর আশ্বাস দেন, চিকিৎসার খরচ বহন করবে সরকার।






















