পড়ার চাপ! হায়দরাবাদে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী সিবিএসই পরীক্ষার্থী ২ কিশোরী
হায়দরাবাদ: বহুতলের ৮ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল ২ কিশোরী। ঘটনাস্থল হায়দরাবাদের স্বরূপনগর।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে শ্রবণী কালে ও ভার্গবী পটেল নামে ২ কিশোরী ওই বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। জানা গিয়েছে, নিহত দুজনের বয়সই ১৫ বছর। তারা বায়রামালগুড়ায় অক্ষর ইন্টারন্যানাল স্কুলের পড়ুয়া। পুলিশ জানিয়েছে, দুজনই সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা দিচ্ছিল।
আত্মহত্যার প্রকৃত কারণ সম্পর্কে এখনও সন্দিহান পুলিশ। তবে, প্রাথমিক অনুমান, পরীক্ষায় ভাল ফল করার চাপের কারণেই এই দুই কিশোরী আত্মহত্যার পথ বেছে নেয়।
পুলিশ জানিয়েছ, রিসার্চ সেন্টার ইমারত (আরসিআই)-এর বিজ্ঞানী নগেন্দ্র কালের মেয়ে শ্রবণী বৃহস্পতিবার সন্ধ্যায় ইমারতি ব্যবসায়ী শান্তিকুমার পটেলের মেয়ে ভার্গবীর বাড়িতে যায় একসঙ্গে পড়াশোনা করতে।
সাড়ে ছ’টা নাগাদ আচমকা দুজনই ওই ফ্ল্যাটের বারান্দা থেকে ঝাঁপ দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তবে, ঝাঁপ দেওয়ার আগে, ঠিক কী ঘটেছিল, সেই প্রশ্ন থেকে গিয়েছে। কারণ, সেই সময় ওই ফ্ল্যাটে দুজন ছাড়া আর কোনও তৃতীয় ব্যক্তি ছিলেন না।
পরে, ঘরের ময়লা ফেলার জায়গা থেকে শ্রবণীর লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। সেখানে সে লিখেছে, মা-বাবা, আমাকে ক্ষমা করে দিও। তেজু (বড় ভাই) তোর অভাব অনুভব করব। ভার্গবীর কোনও সুইসাইড নোট পায়নি পুলিশ।