এক্সপ্লোর
Advertisement
কিস্তোয়ারে মিনিবাস গড়িয়ে খাদে, মৃত অন্তত ২০, হৃদয়বিদারক, ট্যুইট প্রধানমন্ত্রীর
বাসটি কিস্তোয়ার যাচ্ছিল কেশোয়ান থেকে। সিরগওয়ারিতে সেটি সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় বলে জানিয়েছেন জম্মু পুলিশের ইনস্পেক্টর এম কে সিনহা।
জম্মু: জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ারে পাহাড়ি রাস্তা থেকে মিনিবাস গড়িয়ে পড়ল খাদে। অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। বাসটি কিস্তোয়ার যাচ্ছিল কেশোয়ান থেকে। সিরগওয়ারিতে সেটি সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় বলে জানিয়েছেন জম্মু পুলিশের ইনস্পেক্টর এম কে সিনহা। ২০ যাত্রীর দেহ উদ্ধার হয়েছে বলে জানান তিনি। এর আগে ২৪ যাত্রীর মৃত্যুর কথা জানিয়েছেন পুলিশকর্তারা। উদ্ধারকার্য চলছে।
The accident in Jammu and Kashmir's Kishtwar is heart-wrenching. We mourn all those who lost their lives and express condolences to the bereaved families. May the injured recover at the earliest.
— Narendra Modi (@narendramodi) July 1, 2019
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাত্রী মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে ট্যুইট করেছেন। লিখেছেন, জম্মু ও কাশ্মীরের দুর্ঘটনা হৃদয়বিদারক। নিহতদের সবার জন্য শোক জানাই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য রইল সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার কাজে প্রথমে হাত মেলান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিমত, বহন ক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলা, বেশি জোরে বাস চালানো, বহু ব্যবহারে জীর্ণ, বেহাল বাস রাস্তায় নামানো-এসব কারণেই ডোডা, কিস্তোয়ার, রাজোরি, পুঞ্চে সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনা হয়েছে। ২৭ জুন রাজৌরি, পুঞ্চের মধ্যে সংযোগ রক্ষাকারী মুঘল রোডের পির কি গলি এলাকায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় একটি বেসরকারি প্রাইভেট কম্পিউটার ট্রেনিং প্রতিষ্ঠানের ১১ পড়ুয়া প্রাণ হারায়। এর জেরে পুঞ্চ প্রশাসন তাদের বিশেষ অনুমতি ছাড়া পড়ুয়াদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে দলবেঁধে আনন্দ করতে নিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement