এক্সপ্লোর
আজই প্রয়োজনীয় বদল হচ্ছে ২২৫০০ এটিএমে, ১০০০ টাকার নোট শীগগিরই নয়, জানালেন জেটলি

নয়াদিল্লি: ব্যাঙ্কে গিয়ে পুরনো নোট বদলে নতুন নোট তুলতে গিয়ে হিমসিম অবস্থা মানুষের। দেশজুড়ে এটিএমের বাইরেও নতুন নোটের জন্য দীর্ঘ লাইন। কিন্তু নতুন নোটের আয়তন, চেহারার উপযোগী নয় এটিএমগুলি। সেগুলি নতুন নোটের সঙ্গে সাযুজ্য রেখে বদলাতে হবে। আজই দেশজুড়ে ২২ ৫০০ এটিএমে এই বদল হচ্ছে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। কিন্তু তাতে সমস্যার আশু সমাধানের সম্ভাবনা নেই, কেননা দেশের মোট এটিএম সংখ্যা ২ লক্ষের বেশি। আর সরকার আগেই জানিয়ে দিয়েছে, সব এটিএমে প্রয়োজনীয় যান্ত্রিক অদলবদল করতে অন্তত তিন সপ্তাহ লেগে যাবে। অর্থাত্ কমবেশি দুর্ভোগ চলতেই থাকবে। পাশাপাশি বাতিল হওয়া হাজার টাকার নোট নতুন চেহারায় এখনই বাজারে ফের চালু হচ্ছে না বলেও জানিয়ে দিয়েছেন জেটলি। প্রসঙ্গত, ব্যাঙ্কগুলির বাইরে ভিড়ের চাপ কমাতে বৃহস্পতিবারই সরকার একবারে ব্যাঙ্ক থেকে পুরানো বাতিল নোট বদলে নতুন নোট নেওয়ার সীমা ৪৫০০ থেকে কমিয়ে ২ হাজার টাকা ঘোষণা করেছে। জেটলির মতে, এর ফলে ঘরে একসঙ্গে নতুন নোট মজুত করার সুযোগ মিলবে না, অনেক বেশি গ্রাহক নতুন নোট তোলার সুযোগ পাবেন। পাশাপাশি যেসব বাড়িতে সামনেই বিয়ে, তাদের আড়াই লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে তোলার অনুমতি দেওয়ার সিদ্ধান্তের ফলে তারা অনেকটা হাফ ছেড়ে বাঁচবে বলেও মন্তব্য করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















