এক্সপ্লোর
পঞ্জাবের ভোলাপুরে তার বাড়ি, গত জন্মের কথা গড়গড়িয়ে বলে উত্তরপ্রদেশের এই ৩ বছরের শিশু

লুধিয়ানা: রাখি বন্ধনের দিন দিদি এসেছে ভাইয়ের হাতে রাখি বাঁধতে। কিন্তু বেঁকে বসেছে পুঁচকে ভাই। ৩ বছরের ছেলের স্পষ্ট কথা, এই দিদি তো তার আসল দিদি না। এর হাত থেকে সে রাখি বাঁধতে যাবে কেন। ছোট্ট জীতনের কথা শুনে মাথায় হাত বাবা মায়ের। জীতন অবশ্য নির্বিকার। সে পরিষ্কার জানাচ্ছে, তার বাড়ি পঞ্জাবের ভোলাপুরে। দিদি সেখানেই থাকে। তাই রাখি বাঁধতে হলে সেই দিদির হাত থেকেই বাঁধবে। তার বাবা বিদেশি বলেও দাবি করে সেই শিশু। এখানেই থেমে না থেকে জীতন বায়না জুড়ে দেয়, তাকে আসল বাবার কাছে নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে ভোলাপুরের বাড়িতে। ছেলের কথা মনগড়া কিনা যাচাইয়ের উদ্দেশে বাবা মা তাকে নিয়ে উঠে বসেন পঞ্জাবের ট্রেনে, পৌঁছে যান ভোলাপুর গ্রাম। সেখানেই দিলীপ নামের এক বাসিন্দাকে দেখে জীতন চেঁচিয়ে ওঠে, এই তো আমার বাবা। বিস্মিত দিলীপ কোনওমতে জানান, তাঁর ছেলের বয়স ছিল ৩০ বছর, দক্ষিণ ভারতে জলে ডুবে মৃত্যু হয়েছে তার। পূর্বজন্ম বলে সত্যিই কিছু রয়েছে কিনা তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে। সেই রহস্যেই হয়তো কিছুটা আলোকপাত করল এই শিশু।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















