এক্সপ্লোর
Advertisement
গোরক্ষপুরের হাসপাতালে ফের ৪৮ ঘন্টায় ৪২ শিশুর মৃত্যু
লখনউ: উত্তরপ্রদেশের বিআরডি মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুমৃত্যুর মিছিল চলছেই। কিছুদিন আগেই অক্সিজেনের অভাবে ৩৬ টি শিশুর মৃত্যুর অভিযোগ ঘিরে সারা দেশেই আলোড়ন পড়ে গিয়েছিল। এরপর গত ৪৮ ঘন্টায় হাসপাতালে ৪২ শিশুর মৃত্যু হয়েছে।যদিও মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ড. পিকে সিংহ বলছেন, এই মরশুমে প্রতি বছরই পরিস্থিতি একই রকম হয়।
ড. পিকে সিংহ বলেছেন, ২৭ ও ২৮ আগস্ট ৪৮ ঘন্টায় ৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জন এনসেফাটাইটিসের শিকার।
ড. সিংহ বলেছেন, এখন হাসপাতালে বেশি সংখ্যায় অসুস্থ শিশুদের হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে আসা হচ্ছে। তিনি বলেছেন, হাসপাতালে অক্সিজেন বা ওষুধের কোনও ঘাটতিই নেই। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই কোনও কোনও শিশুর স্বাস্থ্য এতটাই খারাপ থাকে যে যাবতীয় চেষ্টা করেও তাদের বাঁচানো যায় না। তিনি বলেছেন, জুলাই, আগস্ট, সেপ্টম্বর মাসে প্রতি বছরই পরিস্থিতি এ রকমই হয়।
উল্লেখ্য, শিশুমৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর উত্তরপ্রদেশ সরকার বিআরডি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ড. রাজীব মিশ্রকে সাসপেন্ড করেছিল। গতকাল ড. রাজীব মিশ্র ও তাঁর স্ত্রীকে কানপুর থেকে গ্রেফতার করেছে।
চলতি মাসের গোড়ায় এই হাসপাতালে ৪৮ ঘন্টায় ৬০ শিশুর মৃত্যু হয়েছিল। এরমধ্যে ৩৬ জনের মৃত্যু অক্সিজেনের অভাবে হয়েছিল বলে অভিযোগ। যদিও সরকার ওই অভিযোগ স্বীকার করেনি। ঘটনার পর রাজ্য সরকার মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement