এক্সপ্লোর
Advertisement
প্রবল ঝড় ও বজ্রপাতে উত্তরপ্রদেশ,ঝাড়খণ্ড ও বিহারে ৪৩ জনের মৃত্যু
নয়াদিল্লি: প্রবল ঝড় ও বজ্রপাতে উত্তরপ্রদেশ,ঝাড়খণ্ড ও বিহারে কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও অনেক।গতকাল এই তিনরাজ্যে প্রবল ঝড় বয়ে যায়। সেইসঙ্গে চলে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টিপাত। এই প্রাকৃতিক দুর্ভোগে প্রাণহানি ছাড়াও সম্পত্তিরও ব্যাপক ক্ষতি হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিহারের গয়া, কাটিহার ও ঔরঙ্গাবাদে। গয়ায় ৫, ঔরঙ্গাবাদে ৫, মুঙ্গেরে ৪, কাটিহারে ৩ ও নওয়াদায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন। বিপর্যস্তদের ত্রাণের বন্দোবস্তের নির্দেশ দিয়েছেন তিনি।
উত্তরপ্রদেশের উন্নাওতেও বজ্রবিদ্যুত্ সব ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উন্নাওতে চারজনের মৃত্যু হয়েছে।
ঝড়ে দেওয়াল বা ইলেকট্রিকের খুটি এবং গাছ পড়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে।
বিহারে ১৯, উত্তরপ্রদেশে ১২ এবং ঝাড়খণ্ডেও ১২ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য মে মাসের ২-৩ তারিখের ঝড়ে উত্তরভারতের পাঁচ রাজ্যে ১৩৪ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ৪০০ জন। শুধুমাত্র উত্তরপ্রদেশেই ৮০ জন প্রাণ হারিয়েছিলেন। তাঁদের মধ্যে বেশিরভাগই আগ্রার বাসিন্দা।
এরপর গত ৯ ও ১০ মে-র ঝড়বৃষ্টিতে ১৮ জনের প্রাণহানি হয়েছিল। গত ১৪ মে ঝড়বৃষ্টিতে ৫১ জনের মৃত্যু হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement