এক্সপ্লোর
৫ কাশ্মীরীকে মারধরের অভিযোগ দিল্লিতে, তদন্ত শুরু পুলিশের

নয়াদিল্লি: দক্ষিণ-পূর্ব দিল্লির সানলাইট কলোনিতে একদল জনতা কাশ্মীর থেকে আসা পাঁচজনকে বেধড়ক মারধর করল। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। আক্রান্তদের মধ্যে চারজনই মহিলা। বৃহস্পতিবার রাতে তাঁদের প্রায় ৩০-৪০ জনের একটি দল মারধপ করে। আক্রান্ত এক কাশ্মীরী মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ। আক্রান্তদের দাবি, কাশ্মীরী হওয়ার কারণেই তাঁদের ওপর হামলা করা হয়েছে। এক আক্রান্ত বলেছেন, আমার বোনকে গালিগালাজ ও মারধর করা হয়। আমার বাঁ হাত ভেঙে গিয়েছে। আমাদের এক আত্মীয়র ওপরও হামলা চালানো হয়। এটি পরিকল্পিত হামলা এবং আক্রমণকারীদের হাতে ছিল হকি স্টিক। তাঁর আরও অভিযোগ, তাঁদের ওপর হামলা চালানোর সময় অভিযুক্তরা স্লোগান দিচ্ছিল যে, 'কাশ্মীরী জঙ্গিদের তাড়িয়ে দিতে হবে'। এক আক্রান্তের অভিযোগ, এর আগেও কয়েকবার তাঁদের ওপর হামলা হয় এবং গত সাত বছর ধরে আতঙ্কের মধ্যেই এই এলাকায় বসবাস করছেন তাঁরা। তাঁর দাবি, পুলিশের কাছে নিরাপত্তার আর্জি জানিয়েছিলেন তাঁরা। কিন্তু কোনও ফল হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















