এক্সপ্লোর
Advertisement
রাজনীতিতে আসতে চাকরি ছাড়লেন ৫০ জন আইআইটি প্রাক্তনী, দলের নাম বহুজন আজাদ পার্টি
নয়াদিল্লি: ভারতীয় রাজনীতির পক্ষে সুখবর। গোটা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আইআইটিরগুলির ৫০ জন প্রাক্তনী রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে চাকরি ছেড়েছেন। নিজেদের রাজনৈতিক দল তৈরি করেছেন তাঁরা, এখন অপেক্ষা নির্বাচন কমিশনের সিলমোহরের জন্য।
নতুন এই দলের নাম বহুজন আজাদ পার্টি। এই আইআইটি প্রাক্তনীরা জানাচ্ছেন, তাঁরা মূলত লড়াই করবেন তফশিলি জাতি, উপজাতি ও পিছিয়ে পড়া শ্রেণির জন্য। এই রাজনৈতিক দল খোলার পরিকল্পনা মূলত করেছেন নবীন কুমার নামে আইআইটি দিল্লির এক প্রাক্তনী। নবীন জানিয়েছেন, নির্বাচন কমিশনের কাছে তাঁদের দলের স্বীকৃতি চাওয়ার পাশাপাশি আপাতত মাঠে ময়দানে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন তাঁরা।
তবে আগামী বছর লোকসভা ভোটে নামার তাঁদের ইচ্ছে নেই, আপাতত লক্ষ্য ২০২০-এর বিহার বিধানসভা ভোট। তারপর তাঁরা পাখির চোখ করবেন ২০২৬-এর লোকসভা ভোট। এই দলের বেশিরভাগ সদস্যই তফশিলি জাতি, উপজাতি ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের। এঁদের বিশ্বাস, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে পিছড়ে বর্গের মানুষরা এখনও তাঁদের প্রাপ্য পাননি। নেতাজি সুভাষচন্দ্র বসু, বি আর অম্বেডকর ও এপিজে আবদুল কালামের ছবি নিয়ে পোস্টার তৈরি করে ইতিমধ্যেই এঁরা সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement