এক্সপ্লোর
বৃহন্মুম্বই পুরনিগমে শিবসেনায় গেলেন ৬ এমএনসি প্রতিনিধি, উদ্ধবের দাবি, ঘরে ফেরা

মুম্বই: ছিলেনই মোটে ৭ প্রতিনিধি। ৬ জনকেই ভাঙিয়ে পকেটে পুরল শিবসেনা। বৃহন্মুম্বই পুরনিগমে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার হয়ে টিম টিম করছেন শিবরাত্রির সলতে মাত্র একজন পুরপ্রতিনিধি। ফলে বৃহন্মুম্বই পুরনিগমে শিবসেনার শক্তি ৮৪ থেকে বেড়ে দাঁড়াল ৯০, বিজেপির থেকে ৮ বেশি।
ঘটনা হল, গতকালই বিজেপির জাগৃতি পাটিল সেনার মীনাক্ষী পাটিলকে হারিয়ে ভান্ডুপ এলাকার একটি উপনির্বাচনে জিতেছেন। ফলে সেনার ৮৪-র জবাবে বিজেপির প্রতিনিধি সংখ্যা বেড়ে ৮৩ হওয়ার কথা থাকলেও তা হয়নি, কারণ এক বিজেপি পুরপিতা গত মাসে মারা গিয়েছেন। তা সত্ত্বেও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা বিজেপিকে বেশ কিছুটা পিছনে ফেলে এক লাফে ৮৪ থেকে ৯০-এ পৌঁছে গেল সেনা।
শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের দাবি, এই এমএনএস প্রতিনিধিদের ঘর ওয়াপসি হয়েছে। এঁরা সকলেই সেনায় ছিলেন, পরে এমএনএসে যান। উল্টোদিকে বিজেপির অভিযোগ, এই ঘটনা ঘোড়া কেনাবেচা ছাড়া কিছু নয়। দল পাল্টানো প্রতিনিধিদের একজন দাবি করেছেন, বিজেপি ঠিক করেছে, মেয়রের পদ থেকে মারাঠি প্রতিনিধিকে সরিয়ে দেবে তারা। তা ঠেকাতে তাঁদের এই দল পরিবর্তন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
