এক্সপ্লোর
Advertisement
ইনদওরে কয়েক মাসের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার ১
ইনদওর: শিশুদের ওপর পাশবিক অত্যাচার। তার প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন, ধিক্কার, মিছিল হলেও, এধরনের ঘটনা ঘটেই চলেছে চারপাশে। ধর্ষণ কী, বুঝে ওঠার আগেই সেই নারকীয় অত্যাচারের শিকার হচ্ছে শিশুরা। তারপর তাদের করা হচ্ছে খুন। কাঠুয়ার পর উত্তরপ্রদেশের এটায় এরমধ্যেই দুজন নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এবার ইনদওরে ধর্ষণের শিকার হল কয়েক মাসের এক শিশুকন্যা। একটি বাড়ির বেসমেন্ট থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করে পুলিশ। দেহের চারপাশে রক্তের ছাপ দেখা গিয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে অভিযুক্তের ছবি। ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার এক।
Indore: Girl under one year of age killed after allegedly being raped in MG Road police station limits. Police reached the spot after getting information that a child's body is lying unattended with blood spots around it. One arrested #MadhyaPradesh pic.twitter.com/FSvno5Mwr4
— ANI (@ANI) April 21, 2018
সিসিটিভিতে দেখা গিয়েছে, ২১ বছরের অভিযুক্তের কোলে শুক্রবার ভোর ৪ বেজে ৪৫ মিনিটে ছিল শিশুকন্যাটি। ইনদওরের এমওয়াই হাসপাতালে শিশুটির দেহের ময়নাতদন্তে ধর্ষণের প্রমাণ মেলে। কারণ, বাচ্চাটির গোপনাঙ্গে ক্ষত ছিল এবং রক্ত লেগেছিল। অভিযুক্ত শিশুটির বাবা-মায়ের পরিচিত। পুলিশ জানিয়েছে, সম্পর্কে বাচ্চাটির কাকা ছিল অভিযুক্ত। শিশুর মায়ের সঙ্গে বচসা হয় অভিযুক্তের। তারপরই এই ঘটনা। শুক্রবার সকালে বাচ্চাটিকে অপহরণ করে অভিযুক্ত। এরপর শুক্রবার দুপুরে বাড়ি থেকে ৫০ মিটার দূরত্বে একটি বাড়ির বেসমেন্ট থেকে উদ্ধার হয় শিশুকন্যার দেহ। বাচ্চাটির মাথাতেও চোটের প্রমাণ মিলেছে। পুলিশের ধারণা, শিশুটিকে মাটিতে আছড়ে ফেলেছে অভিযুক্ত।Victim's family didn't name the accused as a suspect, who is victim's uncle in relation. Initial suspects were ruled out by Special Investigation Team (SIT) & victim's uncle was arrested. Accused had an argument with victim's mother after which he committed the crime: DIG Indore pic.twitter.com/jnyLovdYzT
— ANI (@ANI) April 21, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিজ্ঞান
জেলার
Advertisement