এক্সপ্লোর
৫০০ টাকা দামে জিও-র 4G VoLTE ফিচার ফোন, লঞ্চ হতে পারে ২১ জুলাই!
![৫০০ টাকা দামে জিও-র 4G VoLTE ফিচার ফোন, লঞ্চ হতে পারে ২১ জুলাই! A Reliance Jio Feature Phone At Rs 500 May Launch At 21 July ৫০০ টাকা দামে জিও-র 4G VoLTE ফিচার ফোন, লঞ্চ হতে পারে ২১ জুলাই!](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/07/07080021/jio1-580x3952.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: রিলায়েন্স জিও-র 4G VoLTE ফিচার ফোন প্রোজেক্ট নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। রিলায়েন্স জিও-র যাত্রা শুরুর পর থেকেই তাদের আগামী ফিচার ফোন নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা চলছে। এরইমধ্যে এ ব্যাপারে বেশ কিছু ছবি ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এবার দাবি করা হচ্ছে যে, জিও 4G VoLTE ফিচার ফোনের দাম হবে ৫০০ টাকা এবং ২১ জুলাই ওই ফোন লঞ্চ করা হবে। আসলে ওই দিন রিলায়েন্স ইন্ডাস্ট্রিপ বার্ষিক সাধারণ সভা। ওই দিনই কোম্পানি তাদের নয়া ফিচার ফোন লঞ্চ করতে পারে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুসারে, ওই ফোনের দাম হবে ৫০০ টাকা। এসএসবিসি টেলিকমের অ্যানালিস্ট রাজীব শর্মা বলেছেন, জিও তাদের ফিচার ফোন ৫০০ টাকা দামে লঞ্চ করতে পারে। ২ জি গ্রাহকদের ৪ জি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ৫০০ টাকা মূল্যে ফোনটি আনা হবে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, 4G VoLTE ফোনের ১.৮ থেকে ২ কোটি মডেল তৈরির অর্ডার কয়েকটি চিনা ম্যানুফাকচারিং কোম্পানিকে দেওয়া হয়েছে। জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম দিকে এই ফোনের সরবরাহ শুরু হয়ে যাবে।
যদিও এ ব্যাপারে কোম্পানি সূত্রে কোনও কিছু জানানো হয়নি।
ভারতে এখনও পর্যন্ত কোনও ৪ জি ফিচারফোন লঞ্চ করা হয়নি। বেশিরভাগ ফিচারফোনে রয়েছে ২ জি কানেক্টিভিটি। মাইক্রোম্যাক্স ও লাভা সম্প্রতি এমন স্মার্টফোন চালু করেছে যেগুলিতে এন্ট্রি লেভেল বাজেটে ৪ জি কানেক্টিভিটি পাওয়া যায়। কিন্তু এই ফোনগুলির দামও প্রায় ৩০০০ টাকার কম নয়। এই অবস্থায় ৫০০ টাকার ফোন দেশের টেলিকম ক্ষেত্রে শোরগোল ফেলে দিতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)