এক্সপ্লোর
Advertisement
সীমান্তে যুদ্ধের পরিস্থিতি, এরমধ্যেই পাকিস্তান থেকে উড়ে এল ‘চর’ পায়রা, ঘটনায় চাঞ্চল্য
হোসিয়ারপুর ও নয়াদিল্লি: ভারত-পাক সীমান্তে যখন যুদ্ধের প্রস্তুতি চলছে, ঠিক তখনই পাকিস্তান থেকে উড়ে আসা এক সাদা পায়রাকে ঘিরে তৈরি হল চাঞ্চল্য। প্রসঙ্গত, পায়রার ডানায় উর্দুতে একটি ১১ সংখ্যার নম্বর লেখা ছিল। এছাড়া রবি, বুধ ও বৃহস্পতিবারের উল্লেখ ছিল।
উরি হামলার পর ইসলামাবাদের রাস্তায় যুদ্ধবিমানের মহড়া দেখা গিয়েছে। রাতের আকাশে এফ-১৬ টহল দিতে দেখা গিয়েছে। এরই মাঝে সীমান্তের ওপার থেকে এপারে উড়ে আসা এই সাদা পায়রা নিয়ে স্বাভাবিক ভাবেই মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছে।
শুক্রবার পঞ্জাবের হোসিয়ারপুরের মোটলা গ্রামের বাসিন্দা নরেশ কুমারের নজরে পড়ে পায়রাটি। দেখা যায় তার ডানায় উর্দু ভাষায় কিছু লেখা রয়েছে। পরে জানা যায়, ডানায় লেখা রবিবার, বুধবার, বৃহস্পতিবার। ঠিক এই দিনগুলিতেই ভারতে হামলা চালায় জঙ্গিরা।
রবিবার ভোররাতে উরির সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা হয়। নিহত হন ১৭ জন সেনা জওয়ান। বুধবার উরির লচ্ছীপুরা ও কূপওয়াড়ার নওগামে সেনা-জঙ্গি গুলির লড়াই চলে। বৃহস্পতিবার বান্দিপোরার আরাগাম গ্রামে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী। দীর্ঘক্ষণ চলে গুলির লড়াই। তবে কি পায়রার ডানায় বারের নাম লিখে হামলার বার্তা পাঠানো হয়েছিল সীমান্তের ওপার থেকে। উঠছে প্রশ্ন?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement