এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়িতে ফেরাল আধার কার্ড
রায় বরেলি: আধার কার্ড নিয়ে বিতর্ক যতই থাকুক, তামিলনাড়ুর এক পরিবার দুহাত তুলে আশীর্বাদ করছে পরিচয় নির্ধারণ সংক্রান্ত এই ব্যবস্থাকে।
দিনকয়েক আগে মুত্তাইয়া নাদার নামে কোটি কোটিপতি এক ব্যবসায়ী দুষ্কৃতী চক্রের কবলে পড়েছিলেন। নেশার ওষুধ দিয়ে বেহুঁশ করে তাঁকে ট্রেনে চাপিয়ে মুম্বই থেকে উত্তরপ্রদেশ নিয়ে আসে তারা। নাদার হিন্দি জানতেন না, হুঁশ না থাকায় পথও হারিয়ে ফেলেন। তবে কোনওক্রমে তিনি রায় বরেলির রালপুর গ্রামের এক আশ্রমে হাজির হন। সেখানেই তাঁর থাকা খাওয়ার ব্যবস্থা হয়।
প্রথমে রালপুরের মানুষ ভেবেছিলেন, অপরিচিত ভাষায় কথা বলা অচেনা এই ব্যক্তি কোনও ভিখারি। তাঁর জামাকাপড়, শারীরিক ও মানসিক পরিস্থিতি দেখে সে কথাই মনে হয়েছিল তাঁদের। কিন্তু আশ্রম কর্তৃপক্ষ দেখে, অচেনা মানুষটির জামার মধ্যে আধার কার্ড রয়েছে। আধারের নম্বরের সূত্র ধরে তাঁরা যোগাযোগ করেন তামিলনাড়ুতে, নাদারের পরিবারের সঙ্গে। ফোন পেয়ে চলে আসেন গীতা, নাদারের মেয়ে। জানা যায়, ওই ব্যক্তি ভিখারি নন, কোটিপতি ব্যবসায়ী। মেয়ে বাড়ি নিয়ে যান তাঁকে।
আরও পড়ুন রায়বরেলির ক্ষুধার্ত ভিখিরি কিনা কোটিপতি ব্যবসায়ী!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement