বিনামূল্যে রান্নার গ্যাস পেতে বিপিএল তালিকাভুক্ত মহিলাদের বাধ্যতামূলক আধার কার্ড, নির্দেশিকা কেন্দ্রের
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ নিতে গেলে গরিব মহিলাদের এবার থেকে আধার কার্ড দেখাতে হবে। এমনই সিদ্ধান্ত কেন্দ্রের।
রান্নার গ্যাসে ভর্তুকির সুবিধা পেতে গত বছর অক্টোবর মাসেই সকলের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করেছিল কেন্দ্র। এবার দারিদ্রসীমার নীচে থাকা মহিলাদের নতুন এলপিজি সংযোগের ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল মোদী সরকার।
সম্প্রতি, এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। সেখানে বলা হয়েছে, এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের সুবিধা নিতে হলে, সংশ্লিষ্ট সুবিধাভোগীদের এবার থেকে প্রমাণপত্র আধার কার্ড বাধ্যতামূলকভাবে পেশ করতে হবে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, যে সকল মহিলারা বিপিএল তালিকাভুক্ত, অথচ, আধার কার্ডের অধিকারী নন, তাঁদের ৩১ মে-র মধ্যে আধারের জন্য আবেদন করেন।
এখানে বলে রাখা প্রয়োজন, গত বছরই এই বিশেষ প্রকল্পের সূচনা করেছিল কেন্দ্র। লক্ষ্য ছিল, তিন বছরের মধ্যে দেশের প্রায় পাঁচ কোটি বিপিএল তালিকাভুক্ত মহিলাদের সুবিধার্থে নিখরচায় রান্নার গ্যাসের সংযোগ দেওয়া।