এক্সপ্লোর
জাতীয় পুষ্টি মিশনের আওতায় খাবার পেতে গেলে এবার থেকে আধার লাগবে শিশুদের

নয়াদিল্লি: কেন্দ্রের জাতীয় পুষ্টি মিশনের আওতায় খাবার পেতে গেলে এবার থেকে শিশুদের আধার কার্ড লাগবে। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী বীরেন্দ্র কুমার লোকসভায় এ কথা জানিয়েছেন। যে সব ছেলেমেয়েদের আধার নেই, সরকার নিয়োজিত কর্মীরা তাদের আধারের ব্যবস্থা করে দেবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। যতদিন না কার্ড তৈরি হচ্ছে, ততদিন অন্য পরিচয়পত্র দেখিয়ে তারা অঙ্গনওয়াড়ি পরিষেবা পাবে। মন্ত্রী বলেছেন, জাতীয় পুষ্টি মিশনের খাবার বরাদ্দে আধার অত্যাবশ্যক করার ফলে কাজকর্মে স্বচ্ছতা আসবে, বাড়বে কর্মদক্ষতা। যাঁরা এই প্রকল্পে উপকৃত হন, কোনও মধ্যস্থতাকারীর সাহায্য ছাড়াই তাঁরা সরাসরি নিজেদের প্রাপ্য পেতে পারবেন। এছাড়া সরকারের কাজও সহজ হবে। বীরেন্দ্র কুমারের বক্তব্য, এতদিন একাধিক পরিচয়পত্র দেখিয়ে পরিচয় প্রতিষ্ঠিত করতে হত। কিন্তু এখন শুধু আধার কার্ড পেশ করেই সব সরকারি সুযোগ সুবিধে পাওয়া সম্ভব। ২০১৭-১৮ থেকে ২০১৯-২০-র মধ্যে দেশের অপুষ্টির সমস্যা মেটাতে জাতীয় পুষ্টি মিশনকে ৯,০৪৬.১৭ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। মন্ত্রীর দাবি, এই মিশনে আধার চালু হলে আধার নম্বরের মাধ্যমে শিশুদের পুষ্টির মাত্রা নির্ধারণ করা যাবে, দেশের যে সব জায়গা অপুষ্টিতে ভুগছে তাদের খোঁজখবরও রাখা সম্ভব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















