এক্সপ্লোর
পার্টি লাইন না মানার অভিযোগ, এএপি-র মুখপাত্র পদ থেকে সাসপেন্ড হলেন অলকা লাম্বা
![পার্টি লাইন না মানার অভিযোগ, এএপি-র মুখপাত্র পদ থেকে সাসপেন্ড হলেন অলকা লাম্বা Aam Aadmi Party Suspends Alka Lamba As Party Spokesperson পার্টি লাইন না মানার অভিযোগ, এএপি-র মুখপাত্র পদ থেকে সাসপেন্ড হলেন অলকা লাম্বা](https://static.abplive.com/abp_images/566242/thumbmail/alka%20lamba.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আম আদমি পার্টির দলীয় মুখপাত্রের পদ থেকে দুমাসের জন্য সাসপেন্ড হলেন অলকা লাম্বা। দলীয় লাইন না মেনে কথাবার্তা বলায় তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর। এএপি-র গোপাল রাই দিনকয়েক আগে পরিবহণমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন, দাবি করেন, শারীরিক কারণে তাঁর এই ইস্তফা। কিন্তু অলকা সংবাদ মাধ্যমের কাছে বলে ফেলেন, পরিবহণ দফতরে দুর্নীতির অভিযোগ ওঠায় তদন্তের স্বার্থে গোপালকে ওই পদ থেকে সরিয়ে দিয়েছে দল।
সাসপেনশন নিয়ে অবশ্য বিতর্কিত কিছু বলেননি অলকা। টুইটারে দাবি করেন, তিনি দলের একনিষ্ঠ কর্মী, দলের সিদ্ধান্ত মেনে চলবেন।
মঙ্গলবার দিল্লির পরিবহণ মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন গোপাল রাই। তিনি অসুস্থতার কারণ দেখালেও বিজেপি, কংগ্রেস দাবি করে, দুর্নীতি বিরোধী শাখার তদন্তের জেরেই পদত্যাগে বাধ্য হয়েছেন তিনি। বিশেষ একটি বাস কোম্পানিকে আইন ভেঙে সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগে দুর্নীতি বিরোধী শাখা এই তদন্ত করছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)