এক্সপ্লোর
আমিরকে ‘সুদক্ষ’ অভিনেতা বলা যেতে পারে, আমাকে নয়: বিগ বি

মুম্বই: আমির খানের অভিনয় তাঁর ভাল লাগে, আমিরের ছবিও তাঁর প্রিয়। আমিরকে সুদক্ষ অভিনেতা বলে স্বীকার করতে তাঁর দ্বিধা নেই, নিজের যোগ্যতাতেই তিনি স্টার। বললেন অমিতাভ বচ্চন। বিগ বি-র কথায়, তিনি নন, সেরা অভিনেতার তকমা বরং আমিরেরই প্রাপ্য। যশরাজ ফিল্মসের ‘ঠগস অফ হিন্দুস্থান’ ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে অমিতাভ ও আমিরকে। ছবিটি পরিচালনা করবেন ‘ধুম থ্রি’ পরিচালক বিজয়কৃষ্ণ আচার্য। এছাড়া রামগোপাল ভার্মার ‘সরকার থ্রি’-তেও তাঁর কাজ করার কথা। অমিতাভ জানিয়েছেন, ‘সরকার’ সিরিজের আগের ছবিটি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হচ্ছে ‘সরকার থ্রি’। তাঁর চরিত্র সুভাষ নাগরেও অপরিবর্তিত থাকবে। তবে পরিচালক অনুরাগ কাশ্যপ তাঁর সঙ্গে ছবি করার কথা ভাবছেন বলে জানালেও বিগ বি-র বক্তব্য, তিনি এ ব্যাপারে কিছু জানেন না। কোনও ছবি নিয়ে তাঁদের কথা হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















