এক্সপ্লোর
Advertisement
মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ, ফের গ্রেফতার এএপি বিধায়ক
নয়াদিল্লি: ফের ফাটকে আম আদমি পার্টি বিধায়ক। এবং ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এক মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগে এএপি বিধায়ক আমানাতুল্লা খানকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। আর এরপরেই কেজরী টুইট করে গোটা দোষ চাপিয়ে দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রীর ঘাড়ে।
আমানাতুল্লা খান দিল্লির ওখলা কেন্দ্রের বিধায়ক। সংশ্লিষ্ট মহিলা ১০ তারিখ দক্ষিণ দিল্লির বাটলা হাউস এলাকায় আমানাতুল্লার বাড়ি যান এলাকায় বিদ্যুতের সমস্যা নিয়ে অভিযোগ করতে। তখন আমানাতুল্লার সাঙ্গোপাঙ্গোদের একজন তাঁকে হুমকি দেন, এ নিয়ে বেশি কথাবার্তা বললে দেখে নেওয়া হবে। আমানাতুল্লার নির্দেশেই তাঁকে এভাবে হুমকি দেওয়া হয় বলে মহিলা পুলিশে অভিযোগ দায়ের করেন। এরপরেও ওই মহিলা ফের পুলিশে অভিযোগ জানান, আমানাতুল্লা আবার তাঁকে হুমকি দিয়েছেন। এরপরেই রবিবার এএপি বিধায়ককে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে মহিলার সম্মান নষ্টের অভিযোগ আনা হয়েছে।Just in - Modi ji arrests one more AAP MLA.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) July 24, 2016
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement