এক্সপ্লোর
Advertisement
দিল্লি বিশ্ববিদ্যালয়ে এবার পাল্টা মিছিল এবিভিপি-র
নয়াদিল্লি: রামজশ কলেজে সংঘর্ষের ঘটনার পর দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজ আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল করছে। ক্যাম্পাসে শান্তি ফেরানো ও অসামাজিক কাজকর্ম রোখাই ‘সেভ ডিইউ’ নামে এই মিছিলের উদ্দেশ্য বলে এবিভিপির পক্ষ থেকে জানানো হয়েছে।
যদিও গত ২৮ ফেব্রুয়ারি বাম ছাত্র সংগঠনগুলির মিছিলের পাল্টা হিসেবেই এই মিছিল বলে মনে করা হচ্ছে।
মিছিল শুরু হওয়ার আগেই বিশ্ববিদ্যালয়ে প্রচুর সংখ্যায় পুলিশ ও আধা সেনা বাহিনী মোতায়েন করা হয়। তবে নিরাপত্তাকর্মীদের তাছে কোনও হাতিয়ার বা লাঠি নেই। তবে কোনওরকম জরুরি অবস্থায় প্রয়োজনে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করা হবে।
#RamjasRow: Heavy security deployment in North Campus of the Delhi University ahead of ABVP's protest today. pic.twitter.com/OrXWbb8u5v
— ANI (@ANI_news) March 2, 2017
এই মিছিলে অংশ নিতে শয়ে শয়ে এবিভিপি কর্মী-সমর্থক উপস্থিত হয়েছেন।
Delhi: ABVP holds protest march outside North Campus' Art Faculty #RamjasRow pic.twitter.com/K8Nfk94GOv — ANI (@ANI_news) March 2, 2017বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি থেকে শুরু হয়ে মেট্রো স্টেশন, খালসা কলেজ, মিরান্ডা হাউস, এমআরসিসি, দৌলতরাও কলেজ, রামজশ কলেজ, ল ফ্যাকাল্টি হয়ে ঘুরে আর্টস ফ্যাকাল্টির কাছে বিবেকানন্দের মূর্ত্তির পাদদেশে শেষ হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement