এক্সপ্লোর
পঞ্জাবের রাজ্য আইকন হিসেবে সোনু সুদকে নিয়োগ নির্বাচন কমিশনের
লকডাউনের সময় আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ক্ষেত্রে সহায়তা করে আলোচনার কেন্দ্রে উঠে আসেন।

চন্ডীগড়: বলিউড অভিনেতা সোনু সুদকে পঞ্জাব রাজ্য আইকন হিসেবে নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। পঞ্জাবের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) এস করুণা রাজুকে উদ্ধৃত করে বিবৃতিতে জানানো হয়েছে যে, তাঁর দফতরের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে এ ব্যাপারে প্রস্তাব পাঠানো হয়েছিল। কমিশন তা অনুমোদন করেছে। পঞ্জাবের মোগা জেলার বাসিন্দা সোনু সুদ করোনাভাইরাসজনিত লকডাউনের সময় আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ক্ষেত্রে সহায়তা করে আলোচনার কেন্দ্রে উঠে আসেন। দেশের বিভিন্ন স্থানে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর বন্দোবস্ত করেন সোনু সুদ। এর পাশাপাশি তাঁর বিভিন্ন মানবতামূলক কাজকর্ম সমাজের সমস্ত অংশের প্রশংসা আদায় করে নিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















