এক্সপ্লোর
Advertisement
আদর্শ আবাসন মামলায় অশোক চহ্বনের রেহাই
মুম্বই: টুজি স্পেকট্রামের পর এবার আদর্শ আবাসন মামলাতেও আদালতে স্বস্তি পেল কংগ্রেস। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস সাংসদ অশোক চহ্বনের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানোর অনুমতি দিয়েছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল বিদ্যাসাগর রাও। আজ সেই অনুমতি খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। বিচারপতি রঞ্জিত মোরে এবং সাধনা যাদবের ডিভিশন বেঞ্চ আজ জানিয়েছে, চহ্বনের বিরুদ্ধে নতুন তথ্যপ্রমাণ আছে বলে সিবিআই দাবি করলেও, আদতে তারা যা পেশ করেছে তার মধ্যে নতুন কিছুই নেই। এরইসঙ্গে হাইকোর্ট বলেছে, অনুমতি প্রদানকারী কর্তৃপক্ষ একটি স্বাধীন সংস্থা, তার কখনওই কোনও ব্যক্তির দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে চহ্বনের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানোর অনুমতি দেন রাজ্যপাল। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, রাজ্যপাল অসাধু উদ্দেশ্যে এই অন্যায় ও বেআইনি নির্দেশ দিয়েছেন। সেই শুনানিতেই চহ্বনকে রেহাই দিল আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement