Top Stories
See MoreAdvertisement
স্বাধীনতা দিবস | Indian Independence Day
প্রতি বছর ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত। দেশের সমৃদ্ধশালী ইতিহাসের গভীরে প্রোথিত এই দিনটির গুরুত্ব। দীর্ঘ দুই শতক ধরে টিকে থাকা ইংরেজদের ঔপনিবেশিক শাসনের সমাপ্তি এবং সার্বভৌম ভারতের জন্মক্ষণকে চিহ্নিত করে এই দিনটি।
দীর্ঘ, দুরূহ সংগ্রামের খতিয়ান ২০০ বছরের লড়াই। প্রাণ হারিয়েছেন অগণিত মানুষ। নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, মহাত্মা গাঁধী, জওহরলাল নেহরু, ভগৎ সিংহ, সর্দার বল্লভভাই পটেলের মতো দূরদর্শী নেতৃত্ব এই ঐতিহাসিক সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহাত্মা গাঁধীর অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, ইংরেজ শাসকের ভিত নাড়িয়ে দিয়েছিল। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বিনয়-বাদল-দীনেশ, কানাইলাল দত্তের মতো অগণিত বাঙালি যুবক বিপ্লবীর আত্মত্যাগ, ভগৎ সিংহ, চন্দ্রশেখর আজাদের মত বিপ্লবীর আত্মাহুতি ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধের আগুনকে আরও বেশি করে জ্বালাতে সাহায্য করে্ছিল।
ইংরেজদের শাসনকালে ভারতীয়রা নিপীড়ন, ব্যাপক অর্থনৈতিক শোষণ, শারীরিক বর্বরতা এবং সামাজিক অবিচারের শিকার হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা সাম্রাজ্যবাদী ইংরেজ শাসককে দুর্বল করে দেয়, যা ভারতের স্বাধীনতাপ্রাপ্তির রাস্তা প্রশস্ত করে তোলে। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট তদানীন্তন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে, আনুষ্ঠানিক ভাবে ভারতের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। তবে সেই ঐতিহাসিক মুহূর্তে বিষাদের ছায়া নেমে আসে, কারণ ভারত বিভাজনের মাধ্যমে স্বাধীনতার প্রাপ্তি ঘটে, সৃষ্টি হয় পৃথক পাকিস্তান রাষ্ট্রের।
বর্তমানে দেশ জুড়ে মহা সমারোহে স্বাধীনতা দিবস পালিত হয়। প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লায় তেরঙা উত্তোলন করেন। পতাকা উত্তোলন সেরে জাতির উদ্দেশে ভাষণ দেন। দেশের সর্বত্র বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়, ঐতিহাসিক এই দিনে শ্রদ্ধায় মাথা নত করি আমরা। ১৫ অগাস্ট শুধুমাত্র আনন্দ উদযাপনের দিন নয়, দেশের স্বাধীনতা অর্জনের জন্য যাঁরা আত্মত্যাগ করেছেন, তাঁদের স্মরণ করা, সম্মান জানানোর দিনও।
Independence Day Quiz
Independence Day Wishes
Advertisement














