ইভিএম নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, উন্নয়ন নয়, সঙ্ঘের অ্যাজেন্ডাই কার্যকর করবেন আদিত্যনাথ, বললেন মায়াবতী
নয়াদিল্লি: উত্তরপ্রদেশ সদ্যনিযুক্ত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আক্রমণ শুরু করে দিলেন মায়াবতী। বহুজন সমাজ পার্টি সুপ্রিমোর দাবি, রাজ্যে আরএসএস কর্মসূচিকে গুরুত্ব দিতে গিয়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট’ করবেন আদিত্যনাথ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতে, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে পারবে না বিজেপি।
এদিন মায়াবতী বলেন, বিজেপি হোক বা সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশে যেই থাকুক না কেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হবে তারা। আদিত্যনাথের জীবনধারাকে কটাক্ষ করে মায়াবতী বলেন, বিজেপি একজন পুরোহিতকে রাজ্যের ভার দিয়েছেন। যিনি উন্নয়ন নয়, আরএসএস-এর কর্মসূচিকেই গুরুত্ব দেবেন তিনি।
উল্লেখ্য, গতকাল রাতেই ইলাহাবাদে দুষ্কৃতীদের হাতে খুন হন মহম্মদ শাম নামে এক বিএসপি নেতা। এদিন সংসদ ভবনের সামনে সাংবাদিকদের সেই সংক্রান্ত প্রশ্নের উত্তরে মায়াবতী বলেন, ওরা (বিজেপি) উত্তরপ্রদেশকে সাম্প্রদায়িকভাবে বিভাজন ঘটাবে। রাজ্যে ফের ভীতির বাতাবরণ তৈরি হবে।
উল্লেখ্য, বিজেপির ‘কট্টরপন্থী হিন্দুত্ববাদী’ নেতা বলে পরিচিত তথা পাঁচবারের সাংসদ যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করে বিজেপি। অতীতে, বহুবার মুসলিমদের বিরুদ্ধে ‘উস্কানিমূলক’ মন্তব্য করার অভিযোগ উঠেছে আদিত্যনাথের বিরুদ্ধে।
যদিও, মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর আদিত্যনাথ আশ্বাস দেন, তাঁর সরকার কোনওপ্রকার ভেদাভেদ ছাড়াই সমাজের সর্বস্তরের জন্য কাজ করবে এবং রাজ্যে ভারসাম্যের উন্নয়ন নিশ্চিত করবে। একইসঙ্গে, তিনি সতীর্থদের নির্দেশ দেন, কেউ যেন এমন কোনও মন্তব্য না করেন যাতে অন্যের ভাবাবেগে আঘাত লাগে।
সদ্যসমাপ্ত নির্বাচনে উত্তরপ্রদেশে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিজেপি। সেখানে সপা, বসপা ও কংগ্রেস কার্যত ধরাশায়ী হয়েছে। এদিন নিজের দলের ভরাডুরি কারণ নিয়েও সোচ্চার হন মায়াবতী। ইভিএমে ‘কারচুপি’ করেই বিজেপি ভোটে জিতেছে দাবি করে নেত্রী এদিন আবারও জানিয়ে দেন, আগামী ২-৩ দিনের মধ্যে শীর্ষ আদালতের দ্বারস্থ হবে দল।