এক্সপ্লোর
Advertisement
উত্তর প্রদেশ উপনির্বাচনে আর সপার সঙ্গে গাঁটছড়া বাঁধবে না তাঁর দল, জানালেন মায়াবতী
লখনউ: উত্তর প্রদেশের আগামী কোনও উপনির্বাচনে সপার সঙ্গে বসপা জোট করবে না। রাজনৈতিক বিশ্লেষকদের অবাক করে এ কথা জানিয়ে দিলেন বসপা সুপ্রিমো মায়াবতী। যদিও রাজ্যসভা ভোটে বিজেপির কাছে হারের পর মায়া বলেছিলেন, জোট তিনি ভাঙবেন না, ২০১৯-এর লোকসভা ভোটে বিজেপিকে হারাতে গেলে বিরোধীদের এককাট্টা হতে হবে।
বসপার সমর্থন পেয়ে গোরক্ষপুর ও ফুলপুর লোকসভা উপনির্বাচন জিতে নিয়েছে সপা। সামনে কইরানা লোকসভা ও নূরপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। কিন্তু তার আগে মায়ার ঘোষণা বুঝিয়ে দিচ্ছে, এই দুটি ভোটে সপাকে একাই লড়তে হবে।
বসপার জেলা ও আঞ্চলিক স্তরের নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর মায়াবতী বিবৃতি দিয়ে জানান, গোরক্ষপুর ও ফুলপুরের মত বসপা আগামী আর কোনও উপনির্বাচনে তার দলীয় কর্মীদের কাজে নামতে বলবে না। এই ঘোষণার তিনদিন আগে রাজ্যসভা ভোটে সপার সঙ্গে জোট বেঁধেও বিজেপির কাছে হারে বসপা। সপা যেভাবে তাঁর দলকে সমর্থন করেছে তার প্রশংসা করেও মায়া সপা প্রধান অখিলেশ যাদবকে রাজনৈতিকভাবে অপরিণত বলে মন্তব্য করেন। বলেন, অখিলেশ যেভাবে বসপা প্রার্থীর জয়ের জন্য নির্দল রঘুরাজ প্রতাপ সিংহের ওপর ভরসা করেন তিনি হলে তেমনটা করতেন না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement