এক্সপ্লোর
Advertisement
গোয়ার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস, দল ছেড়ে নেতৃত্বকে তোপ বিশ্বজিৎ রানের
পানাজি: গোয়া বিধানসভায় আস্থাভোটে অনুপস্থিত থাকার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন কংগ্রেসের টিকিটে নির্বাচিত হওয়া বিশ্বজিৎ রানে। তিনি দল ছাড়ার কথাও ঘোষণা করেছেন। বিজেপি-তে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি রানে। তিনবারের এই বিধায়ক বলেছেন, ‘সব রাস্তাই খোলা আছে।’
আজ গোয়া বিধানসভায় আস্থাভোটে জয়লাভ করেন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর। দলের হুইপ উপেক্ষা করে ভোটের সময় গরহাজির থাকেন রানে। এর কয়েক মিনিট পরেই তিনি প্রোটেম স্পিকার সিদ্ধার্থ কুনকোলিয়েঙ্কারের হাতে পদত্যাগপত্র তুলে দেন।
পদত্যাগ করার পরে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন রানে বলেন, ‘গোয়ার মানুষ বিজেপি-র বিরুদ্ধে রায় দিয়েছেন। কিন্তু কংগ্রেস নেতৃত্ব বিজেপি-র ক্ষমতায় আসার পথ প্রশস্ত করে দিল। গোয়ার মানুষের সমর্থন পাওয়ার পরেও তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস। গোয়া ফরোয়ার্ড পার্টির দাবি ছিল, লুইজিনহো ফালেইরোর বদলে প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাতকে কংগ্রেসের পরিষদীয় দলের নেতা নির্বাচিত করতে হবে। কংগ্রেস নেতৃত্ব সেই দাবি মানতে চাননি। যেভাবে দলের কার্যকলাপ চলছে, তাতে আমি হতাশ। দলের প্রতি আমার আর কোনও মোহ নেই। এবার কোন দলে যোগ দেব, সেটা মানুষের সঙ্গে কথা বলেই ঠিক করব।’
৪০ আসনের গোয়া বিধানসভায় ১৭ আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হয় কংগ্রেস। কিন্তু তারপরেও সরকার গঠন করেছে বিজেপি। রানের দাবি, তাঁর পথেই আরও অনেকেই দল ছাড়বেন।
কংগ্রেস পরিষদীয় দলের মুখপাত্র অ্যালেক্সিও রেগিনাল্ডো বলেছেন, রানে কেন আস্থাভোটের সময় বিধানসভায় হাজির ছিলেন না, সে বিষয়ে তাঁদের কিছু জানা নেই। এখনও পর্যন্ত এই বিধায়কের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement