এক্সপ্লোর
Advertisement
দেশে কি 'হিন্দুধর্মের তালিবানিকরণ' শুরু হয়ে গেল? ফের সরব তারুর
তিরুঅনন্তপুরম: 'হিন্দু পাকিস্তান' মন্তব্যের জন্য বিরূপ প্রতিক্রিয়া হওয়ার পরও ফের সরব শশী তারুর। বিজেপি ২০১৯-এ ফের জিতে ক্ষমতায় ফিরলে নতুন করে দেশের সংবিধান লিখবে, ভারতের হিন্দু পাকিস্তান-এ পরিণত হওয়ার রাস্তা প্রশস্ত হবে, একথা বলায় তিরুঅনন্তপুরমের কংগ্রেস এমপি-র এই মন্তব্যের জেরে তাঁর কেরলের অফিসের বাইরের দেওয়ালে কালি লেপে দিয়েছে বিজেপি যুব শাখার লোকজন। এতেই তিনি বলেছেন, দেশে কি তবে 'হিন্দুধর্মের তালিবানিকরণ' শুরু হয়ে গেল?
কেরলের বিরোধী শিবির সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা (ইউডিএফ)র কর্মীরা রাজ্যের প্রতি কেন্দ্রের বিমাতৃসুলভ মনোভাবের অভিযোগে প্রতিবাদ মিছিল করেন। সেখানেই তারুর ভাষণে বলেন, ওরা আমায় পাকিস্তান চলে যেতে বলছে। আমি ওদের মতো হিন্দু নই, তাই ভারতে থাকতে পারব না, এটা ওদের ঠিক করে দেওয়ার অধিকার কে দিল? বিজেপি যে হিন্দু রাষ্ট্রের কথা বলছে, তা সত্যিই এক বিপজ্জনক ব্যাপার, দেশটাকে ধ্বংস করে দেবে। হিন্দুধর্মের তালিবানিকরণ শুরু হয়েছে নাকি?
কংগ্রেস তারুরের হিন্দু পাকিস্তান মন্তব্য সমর্থন করেনি। বলেছে, গেরুয়া দলটির 'ঘৃণা'র মোকাবিলা করার সময় দলীয় নেতাদের শব্দ চয়নে সাবধান থাকতে হবে। কিন্তু তাঁর প্রতি বিজেপির কঠোর মনোভাব বিন্দুমাত্র লঘু হয়নি তাতে। বিজেপি যুবশাখার কর্মীরা গত সোমবার তাঁর কার্য্যালয়ের দেওয়ালে কালি মাখিয়ে দাবি করে, তারুরকে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি তাঁকে কালো পতাকাও দেখানো হয়। পাঁচ বিজেপি যুবমোর্চা কর্মীকে গ্রেফতার করা হয়। তবে তারা জামিনে ছাড়াও পেয়ে যায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement