এক্সপ্লোর
Advertisement
'পদ্মাবতী'-র পাল্টা, বনশালীর মাকে নিয়ে সিনেমা করবে কার্নি সেনা
জয়পুর ও চিতোরগড়: শ্রী রাজপুত কার্নি সেনার হিংসাশ্রয়ী বিক্ষোভ সত্ত্বেও মুক্তি পেয়েছে সঞ্জয়লীলা বনশালীর সিনেমা পদ্মাবত। কার্নি সেনার অভিযোগ, সিনেমায় ঐতিহাসিক তথ্যের বিকৃতি ঘটিয়ে রানী পদ্মিণীর চরিত্রের অবমাননা করা হয়েছে। এবার পদ্মাবতের পাল্টা হিসেবে সঞ্জয়লীলা বনশালীর মাকে নিয়ে সিনেমা তৈরির কথা ঘোষণা করল কার্নি সেনা। সিনেমার নাম হবে 'সঞ্জয় কি লীলা'।
চিতোরগড়ে এক সাংবাদিক বৈঠকে কার্নি সেনার জেলা সভাপতি গোবিন্দ সিংহ খানগারোট বলেছেন, এই সিনেমার পরিচালনা করবেন অরবিন্দ ব্যাস।চিত্রনাট্য লেখার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
আগামী ১৬ দিনের মধ্যেই সিনেমার মুহরত হবে বলেও জানিয়েছেন গোবিন্দ। তিনি বলেছেন, এক বছরের মধ্যেই সিনেমাটি মুক্তি পাবে।
রাজস্থানের বিভিন্ন স্থানে সিনেমার শ্যুটিং হবে।
গোবিন্দ বলেছেন, 'বনশালী আমাদের মা পদ্মাবতীকে অপমান করেছেন। কিন্তু আমরা যে সিনেমা তৈরি করব তাতে তিনি গর্বিত হবেন। আমাদের দেশে সবাইকে মতপ্রকাশের অধিকার দেওয়া হয়েছে। সেই অধিকার যাতে পূর্ণমাত্রায় ব্যবহার করা যায় তা নিশ্চিত করব আমরা'।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement