এক্সপ্লোর
Advertisement
যৌন মিলনে ‘না’ স্বামীর, হত্যা স্ত্রীর! যাবজ্জীবন, জরিমানা
আমদাবাদ: স্বামী যৌন মিলনে নারাজ। তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে তাঁর তীব্র অনীহা। কিন্তু এই অভিযোগে স্রেফ স্বামীর চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করেই থামেননি, তাঁকে খুন করে বসেছেন ৫৪ বছর বয়সি এক মহিলা!
এমনই চাঞ্চল্যকর ঘটনায় বিমলা নামে ওই মহিলাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দিয়েছেন নগর দায়রা আদালতের বিচারপতি ইউ এম ভট্ট। জরিমানার ২০০০ টাকা দিতে না পারলে ওই মহিলাকে আরও ৬ মাস জেল খাটতে হবে বলে আদালত সূত্রের খবর।
ঘটনাটি ২০১৩ সালের ২ নভেম্বরের। সেদিন বিমলা ও তাঁর স্বামী নরসিংহ সর্দারনগর এলাকার নোবলনগরে তাঁদের বাড়িতে ছিলেন। চার্জশিটে বলা হয়েছে, বিমলা চাইলেও তাঁর সঙ্গে যৌন সম্পর্ক করতে চাননি স্বামী। এতে প্রচণ্ড রাগে স্বামীর সঙ্গে হাতাহাতিতে জড়ান বিমলা। স্বামীর চরিত্র ভাল নয়, তিনি বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িত বলেই তাঁকে প্রত্যাখ্যান করছেন, এই অভিযোগে ঝাঁপিয়ে পড়েন বিমলা। প্রচণ্ড আক্রোশে লাঠি দিয়ে স্বামীর মাথায় বারবার আঘাত করেন। একাধিক আঘাতের জেরে শেষ পর্যন্ত মারা যান নরসিংহ।
ঘটনার পর নিজেই স্থানীয় থানায় গিয়ে বিমলা স্বামীর মৃত্যুর কথা জানান। তিনিই ছিলেন অভিযোগকারী। কিন্তু তদন্তে বেরিয়ে পড়ে, তিনিই হত্যাকারী। গ্রেফতার করা হয় বিমলাকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement