এক্সপ্লোর
এবার পড়ুয়াদের বিমানভাড়ায় বিশেষ ছাড় এয়ার ইন্ডিয়ার
নয়াদিল্লি: পড়ুয়াদের জন্য বিমানের টিকিটে বিশেষ ছাড় ঘোষণা এয়ার ইন্ডিয়ার। দেশের ভিতরে পড়াশোনার কারণে যাতায়াত করা ছাত্রছাত্রীদের ৩৫০০ টাকায় যাত্রার সুযোগ দিচ্ছে তারা। এক বিজ্ঞপ্তিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, হাজার কিমি দূরত্ব পর্যন্ত পড়ুয়াদের টিকিটের দাম সব রকমের কর যোগ করে রাখা হয়েছে ৩৫০০ টাকা। আর যাত্রাপথের দূরত্ব ১০০০ কিমি ছাড়ালে সব ধরনের কর নিয়ে টিকিটের দাম ধার্য হয়েছে ৫৫০০ টাকা। তবে এই অফার পাওয়া যাবে সীমিত সময়ের জন্য। ১ জুলাই থেকে ৩১ অগাস্ট পর্যন্ত যাত্রার ক্ষেত্রে টিকিটে এই ছাড় মিলবে। টিকিট বুকিং শুরু আজ থেকে, চলবে ৩১ জুলাই পর্যন্ত।
এয়ার ইন্ডিয়া বিজ্ঞপ্তিতে বলেছে, স্কুল বা কলেজে যোগ দেওয়া বা এন্ট্রান্স পরীক্ষায় বসার মতো পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে যেসব পড়ুয়াকে বিমানে যাত্রা করতে হয়, তারা এই বিশেষ অফারে উপকৃত হবে।
গত সপ্তাহে গোএয়ার বিমান সংস্থাও পরীক্ষার্থীদের বা নতুন কলেজ, স্কুলে যোগ দিতে শহর বদল করা বা ঘরে ফেরা ছাত্রছাত্রীদের বিমান ভাড়া ও মালপত্র পরিবহণে বিশেষ ছাড় ঘোষণা করে। ১৫ কেজি মালপত্র সঙ্গে নেওয়া যায় এমনিতেই। বাড়তি ১০ কেজি মালপত্র পড়ুয়াদের নেওয়ার অনুমতি দেয় তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement