এক্সপ্লোর
Advertisement
ভিভিআইপি-র মর্যাদা মেলেনি, হাসপাতালে সন্তানসম্ভবা নার্সকে চড়, ধাক্কা অকালি নেতা, ছেলের
মোগা: কেন ভিভিআইপি-র মতো মর্যাদা দেওয়া হয়নি? এই প্রশ্ন তুলে অকালি দলের পঞ্চায়েত প্রধানের স্বামী ও ছেলের দৌরাত্ম্য। হাসপাতালের নার্সকে চড়। সূত্রের খবর, আট সপ্তাহের সন্তানসম্ভবা ওই নার্স। গোটা ঘটনাই উঠেছে সিসিটিভি ক্যামেরায়। সেই ছবি সোসাল মিডিয়ায় ভাইরাল। পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই নার্স। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের মোগা জেলার বাঘাপুরানায়।
আক্রান্ত নার্সের অভিযোগ, আলমবালা এলাকার পঞ্চায়েত প্রধান দলজিত্ কউরের স্বামী পরমজিৎ সিংহ ও ছেলে গুরজিত্ সিংহ আজ এক রোগীর ভর্তির ব্যাপারে কথা বলতে গুপ্ত নার্সিং হোমে আসেন। ভিভিআইপি-দের পরিষেবা পেতে কেন দেরি হচ্ছে এই প্রশ্ন তুলে হাসপাতাল কর্মীদের সঙ্গে বচসা জুড়ে দেন তাঁরা। রমণদীপ কৌর নামে ওই নার্স এগিয়ে এসে তাঁদের ২ মিনিট অপেক্ষা করতে বলেন। তখনই ওই নার্সকে চড় মারেন পরমজিত্। নার্সকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন গুরজিত্।
কৌর জানান, তিনি তাঁদের অপেক্ষা করতে বলেন। বসার কথাও বলেন। কিন্তু সিটে না বসে তাঁকে হেনস্থা করে বলে অভিযোগ। তিনি বলেন, তাঁর শারীরিক অবস্থার কথা। তাতেও মেলেনি রেহাই।
গোটা ঘটনায় বিধানসভা নির্বাচনের মুখে বেশ চাপে পড়ে গেল আকালি দল। নিন্দায় সরব অন্যান্য রাজনৈতিক দল। বিরক্তিকর এবং লজ্জাজনক বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা ক্যাপ্টেন অমরিন্দ্র সিংহ।
দেখুন সিসিটিভি ফুটেজ-
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement