(Source: ECI/ABP News/ABP Majha)
পরিবারতান্ত্রিক রাজনীতি: ‘বন্ধু’ রাহুলকে সমর্থন অখিলেশের
লখনউ: রাজনীতিতে পরিবারতন্ত্র নিয়ে রাহুল গাঁধীর মন্তব্যকে সমর্থন করলেন অখিলেশ যাদব। তাঁর মতে, বিশ্বে এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে যে, পারিবারিক প্রথা অনুযায়ী, অনেকে রাজনীতিতে যোগ দিয়েছেন।
কয়েকদিন আগেই, ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কলে আয়োজিত একটি আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সহ-সভাপতি ভারতের রাজনীতিতে পরিবারতন্ত্রের হয়ে জোরাল সওয়াল করেছিলেন।
রাহুল বলেছিলেন, ভারতে পরিবারতন্ত্রই চলে আসছে। সমাজবাদী পার্টি, ডিএমকে এমনকী বলিউডের নজির দেখিয়ে বলেন, পরিবার-রাজই চলছে ভারতে। সুতরাং এ নিয়ে আমায় বিঁধবেন না।
এদিন দলীয় সদর দফতরে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন সমাজবাদী পার্টি সভাপতি। সেখানে তাঁকে রাহুল গাঁধীর করা মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।
সেখানে অখিলেশ বলেন, পরিবারতান্ত্রিক রাজনীতি নিয়ে যা বলা হয়েছে, তাতে বিজেপি ভীষণই উদ্বিগ্ন। রাহুল আমার বন্ধু। ও যা বলেছে, তা উত্তরপ্রদেশ ও জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে।
তিনি যোগ করেন, বিশ্বব্যাপী এমন বহু উদাহরণ রয়েছে, যেখানে মানুষ রাজনীতিতে আসতে পেরেছেন স্রেফ পরিবারের জন্যই। অখিলেশের মতে, আমেরিকাতেও একজন প্রেসিডেন্ট ছিলেন, যাঁর ছেলে পরবর্তীকালে প্রেসিডেন্ট হন। এছাড়া, এমন এক প্রেসিডেন্ট ছিলেন, যাঁর স্ত্রী-ও পরে এই পদের দৌড়ে ছিলেন।