এক্সপ্লোর
Advertisement
মহাবীর জয়ন্তী, হরিয়ানার শহর এলাকায় সব কসাইখানা বন্ধ রাখার নির্দেশ মন্ত্রীর
চন্ডীগড়: মহাবীর জয়ন্তী। তাই হরিয়ানার শহর এলাকায় প্রশাসনিক নির্দেশে বৃহস্পতিবার সারাদিন বন্ধ থাকছে কসাইখানাগুলি। রাজ্যের পুর নগর প্রশাসন মন্ত্রী কবিতা জৈন ডিম, মাছ-মাংস বিক্রির ওপরও নিয়ন্ত্রণ জারি করা হয়েছে বলেও জানিয়েছেন।
তাঁর বক্তব্য, মহাবীর জয়ন্তী প্রতি বছরই পালিত হয় অহিংসা দিবস হিসাবে। তিনি বলেছেন, রাজ্যের বিভিন্ন সংগঠন আমার সঙ্গে দেখা করে এই দিনটিতে প্রাণী হত্যা নিষিদ্ধ করার দাবি করেছে। তারপর বিভাগের অফিসারদের এ ব্যাপারে প্রস্তাব তৈরি করতে বলা হয়। জৈন সম্প্রদায়ের ধর্মীয় আবেগ বিবেচনা করে ২৯ মার্চ সব কসাইখানা বন্ধ রাখা ও ডিম, মাছ-মাংস বিক্রি নিয়ন্ত্রণে রাখার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অফিসারদের বলা হয়েছে, পুর এলাকায় সরকার নির্দেশ যথাযথ পালন সুনিশ্চিত করতে হবে। এ ব্যাপারে তাঁদের রিপোর্ট দিতেও বলা হয়েছে।
প্রত্যাশিত ভাবেই হরিয়ানার মনোহর লাল খট্টারের বিজেপি সরকারের মন্ত্রীর এই নির্দেশে ক্ষোভের সঞ্চার হয়েছে। মাংস ব্যবসায়ীদের একাংশের মত, গরিব লোকেরাই এতে মার খাবে। কেননা নিম্ন আয়ের বেশিরভাগ মানুষই মাংস বিক্রির ব্যবসায় যুক্ত। একদিন দোকান বন্ধ রাখার লোকসান কে পুষিয়ে দেবে? কেউ কেউ বলছেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই প্রতি বছর এ ধরনের বিধিনিষেধ চাপানো হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement