এক্সপ্লোর
এলাহাবাদ: ২০ যাত্রীকে নিয়ে গঙ্গায় ডুবল নৌকা

এলাহাবাদ: এলাহাবাদ থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে গঙ্গায় ডুবল নৌকা। নৌকায় ২০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কিন্তু ৪ যাত্রী এখনও নিখোঁজ। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধেয়, মেজা তহসিলের মুকুন্দপুর গ্রামের পাশে, গঙ্গায়। অভিযোগ, নৌকায় সামর্থ্যের থেকে বেশি যাত্রী তোলা হয়েছিল। এছাড়াও ছিল গোটা ছয়েক মোটর সাইকেল। অতিরিক্ত ওজনের ফলে নৌকাটি আচমকা নদীতে উল্টে যায়।
পুলিশের সাহায্যে স্থানীয় মানুষ ১৬ জনকে উদ্ধার করেন। কিন্তু বাকি ৪ জনের কোনও খোঁজ নেই। দুর্ঘটনার পর থেকেই উদ্ধারকারী দল গঙ্গায় নেমে দুর্গতদের সন্ধান চালাচ্ছে। গভীর রাত পর্যন্ত চলেছে তল্লাশি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে এই নৌকা দুর্ঘটনার উদ্ধারকাজের নজরদারি করছেন। উদ্ধারকাজ আরও দ্রুত করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।
পুলিশের সাহায্যে স্থানীয় মানুষ ১৬ জনকে উদ্ধার করেন। কিন্তু বাকি ৪ জনের কোনও খোঁজ নেই। দুর্ঘটনার পর থেকেই উদ্ধারকারী দল গঙ্গায় নেমে দুর্গতদের সন্ধান চালাচ্ছে। গভীর রাত পর্যন্ত চলেছে তল্লাশি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে এই নৌকা দুর্ঘটনার উদ্ধারকাজের নজরদারি করছেন। উদ্ধারকাজ আরও দ্রুত করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















