এক্সপ্লোর
Advertisement
আজ হাজি আলি দরগায় ঢোকার চেষ্টা করবেন তৃপ্তি দেশাই, গায়ে কালি ছেটানোর হুমকি মুসলিম নেতাদের
মুম্বই: এবার টার্গেট মুম্বইয়ের হাজি আলি দরগা। শনি শিঙ্গনাপুর ও ত্র্যম্বকেশ্বর মন্দিরে প্রবেশের পর আজ হাজি আলিতে ঢোকার চেষ্টা করবেন ভূমাতা ব্রিগেড নেত্রী তৃপ্তি দেশাই। ঐতিহাসিক এই দরগায় প্রতি দিন শয়ে শয়ে দর্শনার্থী এলেও এর গর্ভগৃহের দরজা মহিলাদের জন্য বরাবর বন্ধ। সেই নিয়ম ভাঙার লক্ষে আজ হাজি আলিতে প্রবেশের কথা ঘোষণা করেছে ভূমাতা ব্রিগেড। যদিও অল ইন্ডিয়া মজলিস এ ইত্তেহাদুল মুসলিমিন হুমকি দিয়েছে, তৃপ্তি দেশাই হাজি আলিতে ঢোকার চেষ্টা করলে তাঁর গায়ে কালো কালি ছেটাবে তারা।
গত সপ্তাহে এক শিবসেনা নেতা হুমকি দেন, তৃপ্তি ও তাঁর দলবল হাজি আলি দরগায় ঢুকতে চাইলে তাঁদের চটি দিয়ে স্বাগত জানানো হবে। হুমকিকে খুব একটা গুরুত্ব না দিয়ে তৃপ্তি জানিয়েছেন, হাজি আলিতে ঢোকার সিদ্ধান্তে অনড় রয়েছেন তাঁরা। তাঁর দাবি, শাহরুখ, সলমন ও আমির খানেরও উচিত মহিলাদের সমানাধিকারের দাবিতে তাঁদের এই আন্দোলনের পাশে দাঁড়ানো। আজ ওই দরগায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাতে চায় ভূমাতা ব্রিগেড। তারপর কাল ঠিক হবে ভবিষ্যৎ কর্মপন্থা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
হুগলি
জেলার
জেলার
Advertisement