এক্সপ্লোর
ইফতার-ট্যুইটের জন্য ‘তিরস্কার’, গিরিরাজকে বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন অমিত শাহ, দাবি
কেন্দ্রে মন্ত্রী হওয়া বিহারের বেগুসরাইয়ের বিজেপি সাংসদ গিরিরাজের ট্যুইটে অসন্তুষ্ট তিনি। গিরিরাজ ইফতার পার্টিতে নীতীশ কুমার, সুশীল কুমার মোদি, রামবিলাস পাসোয়ানের হাসিমুখে তোলা ছবি নিজের ট্যুইটে পোস্ট করে কটাক্ষ করেছেন।

নয়াদিল্লি: গিরিরাজ সিংহকে তিরস্কার করে বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকতে বললেন অমিত শাহ। পিটিআই জানিয়েছে, বিজেপি সূত্রে এমনই খবর। কেন্দ্রে মন্ত্রী হওয়া বিহারের বেগুসরাইয়ের বিজেপি সাংসদ গিরিরাজের ট্যুইটে অসন্তুষ্ট তিনি। গিরিরাজ ইফতার পার্টিতে নীতীশ কুমার, সুশীল কুমার মোদি, রামবিলাস পাসোয়ানের হাসিমুখে তোলা ছবি নিজের ট্যুইটে পোস্ট করে কটাক্ষ করেছেন।
নীতীশ কুমার বিহারে বিজেপির জোটসঙ্গী জেডি (ইউ) নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী, সুশীল কুমার মোদি বিজেপি নেতা ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী, রামবিলাস পাসোয়ান এনডিএ শরিক এলজেপি নেতা। ইফতারে সাদা কুর্তা, টুপি পরা তিনজনের ছবি পোস্ট করে গিরিরাজ প্রশ্ন তুলেছেন, কেন লোকে নিজেদের ধর্ম-কর্ম ছেড়ে অন্যদের ধর্মীয় অনুষ্ঠান, রীতিনীতি পালনে মেতে ওঠে! এটা দারুণ ছবি হত, যদি নবরাত্রিতে একইরকম উদ্দীপনায় ফলাহারের আয়োজন করা যেত। এনডিএ শরিকরা গিরিরাজের ট্যুইটে অসন্তোষ জানানোয় বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাকি তাঁকে তিরস্কার করে এ ধরনের মন্তব্য করতে বারণ করেছেন বলে দাবি করেছেন এক বিজেপি নেতা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















