এক্সপ্লোর
Advertisement
অগ্নিমূল্য জ্বালানি, অমিতাভের ৮ বছরের পুরনো ট্যুইট তুলে ফের প্রতিবাদের আর্জি ভক্তদের
২০১২ সালে মুম্বইয়ে পেট্রোলের দাম এক লাফে সাড়ে সাত টাকা বেড়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ করেছিলেন শাহেনশা।
মুম্বই: পেট্রোল-ডিজেল অগ্নিমূল্য। রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। টানা ২০ দিন দাম বেড়েছে জ্বালানির। দেশে প্রথমবার ডিজেলের দাম আশির ঘরে পৌঁছেছে।
আর এর মাঝেই চর্চায় অমিতাভ বচ্চনের ৮ বছরের পুরনো এক ট্যুইট। ২০১২ সালে মুম্বইয়ে পেট্রোলের দাম এক লাফে সাড়ে সাত টাকা বেড়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ করেছিলেন শাহেনশা। ২০১২ সালের ২৪ মে করা সেই ট্যুইটে তিনি লিখেছিলেন, ‘পেট্রোলের দাম বাড়ল ৭.৫ টাকা। পাম্পকর্মী: কত টাকার দেব? মুম্বইকর: ২-৪ টাকার নিয়ে গাড়ির ওপর স্প্রে করে দে ভাই। গাড়িতে আগুন লাগিয়ে দেব।’
ভক্তরা আচমকাই আট বছরের পুরনো সেই ট্যুইট তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। কেউ লিখেছেন, ‘দারুণ জোকস ছিল স্যার। আর একবার হয়ে যাক।’ এক ভক্ত আবার কটাক্ষের সুরে লিখেছেন, ‘সিনিয়র বচ্চন সাব, আপনার বিবেক (জমির) কি এখনও বেঁচে আছে?’ একজন আবার অমিতাভকে বিঁধে লিখেছেন, ‘স্যার, আপনার গাড়ি এখন পেট্রোল নয়, জল দিয়ে চলে মনে হয়।’ একজন লিখেছেন, একটা সময় ছিল যখন ভারতের সেলিব্রিটিরা অন্যায়ের প্রতিবাদ করতেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement