এক্সপ্লোর
Advertisement
আমজাদের ব্রিটেনের ভিসা মঞ্জুর, ধন্যবাদ জানালেন কিথ ভাজকেও
নয়াদিল্লি: অবশেষে যাবতীয় বিতর্কের অবসান। ব্রিটেনের ভিসা পেলেন ওস্তাদ আমজাদ আলি খান। নিজেই ফেসবুকে এ কথা জানিয়েছেন তিনি। অসম্পূর্ণ তথ্য দেওয়ায় বিশ্বখ্যাত সরোদিয়াকে ভিসা মঞ্জুর করা হয়নি বলে আগে জানিয়েছিল ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রক। এক সপ্তাহের ব্যবধানে ভিসার আবেদন মঞ্জুর হওয়ার কথা জানিয়ে আমজাদ লিখেছেন, আমার ব্রিটেনের ওয়ার্ক ভিসা শেষ পর্যন্ত মঞ্জুর হয়েছে। গত এক সপ্তাহ ধরে আমায় নিখাদ ভালবাসা জানানোয় প্রত্যেককে ধন্যবাদ। পাশে থাকার যত বার্তা পেয়েছি, সেসব পড়ে মনে হয়, সত্যিই এর অনেক দাম।
পাশাপাশি আমজাদ উল্লেখ করেছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ এমপি কিথ ভাজের কথাও। লিখেছেন, আমার বিষয়টি নিয়ে ব্যক্তিগত ভাবে আগ্রহ দেখানোয় বিশেষ ধন্যবাদ কিথ ভাজকে। ১৮ সেপ্টেম্বর লন্ডনের রয়্যাল ফেস্টিভেল হলে অনুষ্ঠানের জন্য মুখিয়ে রয়েছি। ভারতীয় বিদেশমন্ত্রক, সুষমা স্বরাজ, ব্রিটেনে ভারতীয় হাই কমিশনের কথাও উল্লেখ করেছেন তিনি।
ঘটনাচক্রে এ মাসের গোড়ায় আমজাদের ভিসার আবেদন খারিজ হওয়ার পর ভাজই প্রথম এতে তীব্র বিস্ময় প্রকাশ করে নিজে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লেখেন। লেবার পার্টির সাংসদ তথা হাউস অব কমনস-এর প্রভাবশালী স্বরাষ্ট্র বিষয় সংক্রান্ত কমিটির এই চেয়ারম্যান উদ্যোগ নেওয়ার ফলেই জটিলতা কেটে যায়। ‘ইন কনভারসেশন’ অনুষ্ঠানে অংশগ্রহণ ও টেমস নদীর তীরে রয়্যাল ফেস্টিভেল হল, সাউথব্যাঙ্ক সেন্টারে পারফরম্যান্সের জন্য আমজাদের স্বল্পমেয়াদি ভিসার আবেদনের ছাড়পত্র পাওয়া সহজ হয়ে যায়।
উচ্ছ্বসিত ভাজ লন্ডনে এক বিবৃতিতে বলেছেন, আমি অত্যন্ত আনন্দিত আমজাদ আলি খানের ভিসা মঞ্জুর হওয়ায়। ব্রিটেন তাঁর সঙ্গীতকে শ্রদ্ধা করে। আমি আরও খুশি এজন্য যে অবশেষে আমরা সবাই তাঁর বাজনা শোনার সৌভাগ্য হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement