এক্সপ্লোর
Advertisement
ফের বিপত্তি, জরুরি অবতরণ ফড়ণবীশের কপ্টারের
মুম্বই: ফের হেলিকপ্টারে চড়ে যেতে গিয়ে সমস্যায় পড়লেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশ। নাসিক থেকে ঔরঙ্গাবাদ যাওয়ার পথে ওড়ার কিছুক্ষণের মধ্যেই জরুরি অবতরণ করতে বাধ্য হল হেলিকপ্টার। ঠিক কী কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি। তবে জানানো হয়েছে, এক যাত্রী ও কিছু মালপত্র নামিয়ে দেওয়ার পর ফের গন্তব্যে উড়ে যায় কপ্টারটি। এবার আর কোনও সমস্যা হয়নি। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিমান বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ভার হয়ে যাওয়ার কারণেই হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
এর আগেও একাধিকবার হেলিকপ্টারে চড়তে গিয়ে সমস্যায় পড়েছিলেন ফঢ়ণবীশ। গত ৭ জুলাই মুম্বইয়ের কাছে আলিবাগে তিনি কপ্টারে ওঠার আগেই পাইলট ভুলবশত ইঞ্জিন চালু করে দেন। নিরাপত্তারক্ষীরা দ্রুত সরিয়ে দেওয়ায় অল্পের জন্য চপারের লেজে মারাত্মক আঘাত পাওয়ার হাত থেকে বেঁচে যান ফঢ়ণবীশ। এর আগে ২৫ মে লাতুর জেলার নীলাঙ্গ থেকে ওড়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যায় হেলিকপ্টারের লেজ। ফলে সেবারও জরুরি অবতরণ করতে বাধ্য হয় কপ্টারটি। ১০ মে আবার গডচিরৌলিতে ফঢ়ণবীশকে নিতে যাওয়ার আগেই ভেঙে পড়ে হেলিকপ্টার। আজও বিনা বাধায় হেলিকপ্টারে যাত্রা করতে পারলেন না মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement