এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
নীতীশের আশ্বাসই সার, পক্ষে খবর না লেখায় বিহারে সাংবাদিককে অপহরণ, মারধর ঠিকাদারের
পটনা: বিহারে ফের আক্রান্ত সাংবাদিক। রবিবার একটি প্রথম সারির হিন্দি দৈনিকের সাংবাদিক স্থানীয় কন্ট্র্যাক্টরের হাতে অপহৃত হয়েছেন। সিওয়ান স্টেশনে কয়েকদিন আগে গুলিতে রাজদেও রঞ্জন নামে সাংবাদিক খুনের পর নীতীশ কুমার সরকার সাংবাদিকের নিরাপত্তা সুনিশ্চিত করার অভয় দিয়েছিল। কিন্তু তাতে ভরসা রাখা যাচ্ছে কই? হেমন্ত ঠাকুর নামে ওই সাংবাদিককে তাঁর আরারিয়া জেলার বাসভবন থেকে তুলে নিয়ে গিয়েছে হাজি লড্ডন নামে ওই ঠি্কাদার। হাজির পক্ষে খবর না লেখায় এই সাজা!
জানা গিয়েছে, লড্ডন ঠাকুরকে অপহরণ করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মারধর করে একটি ঘরে আটকে রাখে। এক রোগীর হাতে ছুরি দিয়ে তাকে পাহারায় বসিয়ে যায়। বলে যায়, ঠাকুর পালানোর চেষ্টা করলেই যেন মেরে ফেলা হয়! তবে শেষ পর্যন্ত ঠাকুর পরিত্রাহী চিত্কার করা শুরু করেন। ছুটে এসে তাঁকে ঘর থেকে উদ্ধার করেন হাসপাতাল কর্মীরা।
বিহারে ইদানিং রাজনৈতিক নেতা, সমাজবিরোধীদের নিশানা হচ্ছেন মিডিয়ার লোকজন। গত সপ্তাহে রাজেশ সিংহ নামে একটি হিন্দি দৈনিকের এক সাংবাদিকও খুনের হুমকি পেয়ে লাহেরি থানায় এফআইআর দায়ের করেন জেডি (ইউ) বিধান পরিষদ সদস্য হিরা বিন্দের বিরুদ্ধে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement