এক্সপ্লোর
পাকিস্তানের জঙ্গি-মদতের জলজ্যান্ত প্রমাণ, কাশ্মীরে ধৃত জঙ্গির বাড়ি লাহৌরে, নাম বাহাদুর আলি
![পাকিস্তানের জঙ্গি-মদতের জলজ্যান্ত প্রমাণ, কাশ্মীরে ধৃত জঙ্গির বাড়ি লাহৌরে, নাম বাহাদুর আলি Apprehended Militant In Kashmir Bahadur Ali Is Pakistani পাকিস্তানের জঙ্গি-মদতের জলজ্যান্ত প্রমাণ, কাশ্মীরে ধৃত জঙ্গির বাড়ি লাহৌরে, নাম বাহাদুর আলি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/07/28143823/pak-atanki-photo-compressed-580x395-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শ্রীনগর: কার্গিল বিজয় দিবসে সীমান্ত টপকে জম্মু ও কাশ্মীরে ঢুকতে গিয়ে কুপওয়াড়ায় সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয় চার জঙ্গির। এই ঘটনায় এক জঙ্গিকে জীবন্ত অবস্থায় পাকড়াও করে সেনা। ওই জঙ্গির পরিচয় জানা গিয়েছে। পুলিশের জেরায় সে জানিয়েছে, তার নাম বাহাদুর আলি। বাড়ি পাকিস্তানের লাহৌরে। এই ঘটনা থেকেই কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে পাকিস্তানের মদতের বিষয়টি আরও একবার প্রকাশ্য এল। ওই জঙ্গির ছবিও প্রকাশ করা হয়েছে।
ওই জঙ্গি আরও জানিয়েছে, গত দুমাস ধরে সে কাশ্মীরে নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত ছিল। সে দু মাস আগে পাক অধিকৃত কাশ্মীরের লেপা উপত্যকা দিয়ে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সে ভারতে ঢোকে। ঘটনার দিন পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী জঙ্গিদের সাহায্য করতে সে এসেছিল। তাকে পাকিস্তানে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা প্রশিক্ষণ দিয়েছিল।
ওই জঙ্গির কাছ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের কথা মাথায় রেখেই সেই তথ্যগুলি প্রকাশ করা হচ্ছে না।
ওই জঙ্গিকে দিল্লিতে ট্রানজিট রিমান্ডে এনআইএ নিয়ে যাচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)