এক্সপ্লোর
Advertisement
মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন জর্জ ফার্নান্ডেজ, অরুণ জেটলি, সুষমা স্বরাজ, পদ্মভূষণ অজয় চক্রবর্তীকে
ঘোষিত হল ২০২০ সালের পদ্ম সম্মান প্রাপকদের নাম৷ ১৪১ জন সম্মান প্রাপকের তালিকা অনুমোদন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন বাজপেয়ী সরকারের প্রাক্তন মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ, বিজেপির দুই শীর্ষ নেতা অরুণ জেটলি ও সুষমা স্বরাজ।ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য পদ্মবিভূষণ পাচ্ছেন বক্সার মেরি কম।
নয়াদিল্লি: ঘোষিত হল ২০২০ সালের পদ্ম সম্মান প্রাপকদের নাম৷ ১৪১ জন সম্মান প্রাপকের তালিকা অনুমোদন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন বাজপেয়ী সরকারের প্রাক্তন মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ, বিজেপির দুই শীর্ষ নেতা অরুণ জেটলি ও সুষমা স্বরাজ।ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য পদ্মবিভূষণ পাচ্ছেন বক্সার মেরি কম।
পদ্মবিভূষণের পাশাপাশি এদিন ঘোষিত হয়েছে পদ্মভূষণ প্রাপকদের তালিকাও।
মরণোত্তর পদ্মভূষণ পাচ্ছেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। শিল্পক্ষেত্রে অবদানের জন্য এবছর পদ্মভূষণ পাচ্ছেন বাংলার অজয় চক্রবর্তী। সামাজিক ক্ষেত্রে অবদানের পদ্মভূষণ পাচ্ছেন কাশ্মীরের নেতা মুজফ্ফর হোসেন বাগ। পদ্মভূষণ পাচ্ছেন শাটলার পি ভি সিন্ধু ও শিল্পপতি আনন্দ মহিন্দ্রা। পদ্মশ্রী পাচ্ছেন বাংলার শিক্ষক কাজি মাসুম আখতার, চিকিত্সদক সুশোভন বন্দ্যোপাধ্যায়, অরুণোদয় মণ্ডল ও শিল্পী মণিলাল নাগ। বিনোদন জগতে পদ্মশ্রী পাচ্ছেন করণ জোহর, একতা কপূর, কঙ্গনা রানাউত ও গায়ক সুরেশ ওয়াদেকর। পদ্মশ্রী দেওয়া হচ্ছে প্রাক্তন পাকিস্তানি গায়ক তথা বর্তমানে ভারতের নাগরিক আদনান সামিকেও। এছাড়ও পদ্মশ্রী পাচ্ছেন চিকিত্সাক পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়।Congratulations to all those who have been conferred the Padma Awards. The awardees include extraordinary individuals who have made exceptional contributions to our society, nation and humanity. https://t.co/POdpBsPtq4
— Narendra Modi (@narendramodi) January 25, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement